১২ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে: উপদেষ্টা রিজওয়ানা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ২১:৫৮:৪৯
১২ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

তিস্তা নদীকে ঘিরে বড় ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রায় ১২ হাজার কোটি টাকার এই প্রকল্পে অংশ নিচ্ছে বাংলাদেশ সরকার ও চীন সরকার। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে ১০ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছরে সেচ, নদীভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণকে গুরুত্ব দেওয়া হবে।

বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “তিস্তা নিয়ে কে অর্থায়ন করবে—এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি। তিস্তা একটি ভাঙনপ্রবণ, খরস্রোতা ও আন্তর্জাতিক নদী। এর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। আগের সরকারের সময় চীনের সঙ্গে হওয়া একটি পরিকল্পনা শেলফে ছিল, আমরা সেটি আবার সক্রিয় করেছি।”

রিজওয়ানা হাসান জানান, প্রকল্পটির খসড়ায় পরিকল্পনা কমিশন ইতোমধ্যে অনাপত্তি জানিয়েছে এবং তা পাঠানো হয়েছে ইআরডি বিভাগে। সেখান থেকে আবার তা পাঠানো হয়েছে চীনের কাছে। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে। তিনি আরও জানান, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন, “আবু সাঈদ ও তার সহযোদ্ধারা যে আদর্শে জীবন দিয়েছেন, তা শুধু স্মরণীয় নয়—তা হোক আমাদের প্রেরণা। তরুণরা যেন মানবিকতা, সাহস ও ন্যায়ের পথে দেশের কল্যাণে আত্মনিয়োগ করে—এই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আবু সাঈদ মৃত্যুর মুখে দাঁড়িয়েও প্রতিবাদ করেছেন। তার মৃত্যু শুধু একটি ঘটনার সমাপ্তি নয়, বরং তা ছিল সামাজিক প্রতিরোধের শুরু।”

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ