মেহেদি হাসানের ঘূর্ণিতে শ্রীলঙ্কা বিপর্যস্ত

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ২০:৩৭:৪৯
মেহেদি হাসানের ঘূর্ণিতে শ্রীলঙ্কা বিপর্যস্ত

সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালালেন শেখ মেহেদি হাসান। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েই নিজের দক্ষতার প্রমাণ দিলেন তিনি। বিশেষ করে শ্রীলঙ্কার প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চারজনকেই ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই তরুণ স্পিনার।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। তবে ইনিংসের প্রথম ওভারেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। শরিফুল ইসলামের বলে কুশাল মেন্ডিস ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাওহিদ হৃদয়ের হাতে।

এরপরই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় শেখ মেহেদি। তার অফ স্পিনের ঘূর্ণিতে বিপর্যস্ত হয় লঙ্কান ব্যাটিং। টানা তিন ওভারে তুলে নেন সাবেক অধিনায়ক কুশাল পেরেরা, দলে ফেরা দীনেশ চান্দিমাল ও বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট।

প্রথম স্পেলে মাত্র ১১ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় স্পেলেও চমক দেখান মেহেদি। ইনিংসের শুরু থেকে দেখে শুনে খেলা ওপেনার পাথুম নিশাঙ্কাকেও বোল্ড করে ফেরান তিনি। নিশাঙ্কা ফিরেন ৪৬ রানে।

শেখ মেহেদির এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে শুরুতেই ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। এই জয় দলকে যেমন সিরিজে টিকিয়ে রাখল, তেমনি শেখ মেহেদিকেও প্রতিষ্ঠিত করল মূল দলের শক্ত স্পিন বিকল্প হিসেবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ