শাকিব খানকে নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত, বললেন— 'সব প্রশ্ন করুন তাকে'

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ২০:০১:৪৩
শাকিব খানকে নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত, বললেন— 'সব প্রশ্ন করুন তাকে'

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খানকে ঘিরে সম্প্রতি আবারও আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সঙ্গে তার একের পর এক ছবি, পোস্ট আর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। কখনও ফ্লাইটের সেলফি, কখনও আবার পুরোনো ছবির সঙ্গে ‘ভালো থাকবেন, প্রথম আমি’ ক্যাপশন— সব মিলিয়ে গুঞ্জন থামছেই না।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব প্রসঙ্গে মুখ খোলেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, ‘‘আমি শাকিব খানকে নিয়ে কিছু বলতে চাই না। যারা প্রশ্ন করছেন, তারা বরং শাকিব খানকে প্রশ্ন করুন। তিনি তো প্রেস মিটে যান। তাহলে তাকে একটাও প্রশ্ন করেন না কেন?’’

মিষ্টি জানান, তার কোনো কথাকে ভুলভাবে উপস্থাপন করা হয় মিডিয়ায়। তিনি বলেন, “আমি কিছু বললেই নানা রকম খবর বের হয়, যা বিব্রতকর। তাই এখন কম বলছি, চাইলে আপনারা ক্যাপশনও কম দিন।”

শাকিবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আবারও প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। বিশেষ করে, শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনে তাকে কেন্দ্র করে যে আলোচনা, সে বিষয়ে তিনি বলেন, “এই জায়গাটা এখন পরিষ্কার করতে পারছি না, তাহলে তো সাসপেন্সটাই থাকবে না। শিল্পীদের সবকিছুতেই একটা রহস্য থাকা উচিত, আমি সেটাই রাখতে চাই।”

প্রসঙ্গত, শাকিব খানের বিয়ের গুঞ্জনের সময় শোনা গিয়েছিল, তিনি একজন চিকিৎসককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। আর মিষ্টি জান্নাতের পরিচয়ের সঙ্গে ‘দন্ত চিকিৎসক’ পরিচয় যুক্ত থাকায় তখন থেকেই নানা প্রশ্ন উঠতে থাকে। সে সময় তিনি বলেছিলেন, “হলেও হতে পারে, দেখা যাক।”

শাকিব খান প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে মিষ্টি জানান, “যাই বলি, কেউ বলবে রিকোয়েস্ট করে বলেছি। আবার বললে জিজ্ঞেস করবে, সে কি আমার বয়ফ্রেন্ড? যদি বলি বন্ধু, তখন প্রশ্ন উঠবে বয়স দ্বিগুণ কেন! তাই এসব প্রশ্নের উত্তর আমি আর দিতে চাই না।”

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসা ও চিকিৎসা পেশার সঙ্গেও যুক্ত।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ