জাগপার রংপুর সমাবেশে তীব্র সমালোচনায় রাশেদ প্রধান, দিল্লির ভূমিকা নিয়েও প্রশ্ন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ২০:২২:১৫
জাগপার রংপুর সমাবেশে তীব্র সমালোচনায় রাশেদ প্রধান, দিল্লির ভূমিকা নিয়েও প্রশ্ন

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে বুধবার (১৬ জুলাই) রংপুরের পায়রা চত্বরে বক্তব্য দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। শহীদ আবু সাইদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ ও আগামীর বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, দিল্লির আশ্বাসে আওয়ামী লীগ এখনো আস্ফালন করছে। পুলিশ হত্যার বিচারের কথা বললেও তারাই আবার পুলিশের ওপর হামলা চালাচ্ছে। তিনি দাবি করেন, “এই দেশ এখন আর খুনি হাসিনার নয়, এই দেশ এখন আবু সাইদদের, ওয়াসিমদের, মুগ্ধদের।”

গোপালগঞ্জে সংঘর্ষের প্রসঙ্গে রাশেদ বলেন, “আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা জনগণের নয়, বরং প্রশাসন ও সাধারণ মানুষের ওপর হামলা করে তারা একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।” তিনি বলেন, “গোপালকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে।”

সমাবেশে ভারতীয় হস্তক্ষেপ ও আধিপত্যবাদেরও কড়া সমালোচনা করেন জাগপা নেতারা। রাশেদ প্রধান বলেন, “আমরা শপথ নিই, খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন থামবে না।”

জাগপা আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। তারা এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় আধিপত্যের প্রতিনিধিত্বকারী হিসেবে অভিহিত করে তাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানাবে।

পথসভায় আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শামীম আকতার পাইলট, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও নীলফামারীর নেতৃবৃন্দ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ