খুলনার রূপসায় শ্রদ্ধাভরে পালিত হলো জুলাই শহীদ দিবস

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৮:০৯:০৫
খুলনার রূপসায় শ্রদ্ধাভরে পালিত হলো জুলাই শহীদ দিবস

খুলনার রূপসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব প্রামানিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, নির্বাচন কর্মকর্তা মুরাদ হোসেন এবং সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, আইচগাতি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস এবং টি.এস.বি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অজিত কুমার সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামীর শুরা সদস্য জাহাঙ্গীর ফকির, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিওন, তরিকুল ইসলাম, শামীম হাওলাদার, মো. ইউনুছ ও মো. শাহ জাহান প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ