এনসিপির ‘গোপালগঞ্জ আসেন’ ডাক নিয়ে ক্ষোভ প্রকাশ ফারজানা সিঁথির

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৯:৪০:২৬
এনসিপির ‘গোপালগঞ্জ আসেন’ ডাক নিয়ে ক্ষোভ প্রকাশ ফারজানা সিঁথির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মীদের ‘গোপালগঞ্জে আসার’ আহ্বান নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন জুলাই বিপ্লবের পরিচিত মুখ ও মডেল ফারজানা সিঁথি। তিনি জানিয়েছেন, এই আহ্বান যদি রাজনৈতিক হয়, তবে সেটি স্পষ্টভাবে উল্লেখ করা উচিত ছিল।

বুধবার (১৬ জুলাই) এনসিপির জনসভায় হামলার পর কিছু নেতাকর্মী ফেসবুকে গোপালগঞ্জমুখী হওয়ার আহ্বান জানান। সেই প্রসঙ্গ টেনে সিঁথি ফেসবুকে লেখেন, "যারা সবাইকে ‘গোপালগঞ্জ আসেন’ ডাক দিলেন, তারা কাদের ডাকলেন— এনসিপিকে, না কি জুলাইয়ের বিপ্লবীদের? আজ কি জুলাই রিমেইক করতে গিয়েছিলেন, না ফাঁপর রাজনীতি করতে?"

তিনি আরও বলেন, "জুলাইয়ের নামে দল গঠন বা রাজনৈতিক আহ্বান দিলে সবাই আর সাড়া দেবে না। এটা পরিষ্কার করে বলা উচিত যে এটা রাজনৈতিক ডাক, জুলাইয়ের নয়।"

ফারজানা সিঁথি প্রশ্ন তোলেন, “সরকার বা প্রশাসন যদি এগিয়ে না আসে, তাহলে কি আপনাদের মন ভরছে না? গুলি না চলায় আফসোস করছেন নাকি?” তিনি উল্লেখ করেন, স্থানীয় অনেক মানুষও এনসিপির পাশে দাঁড়িয়েছে। সিঁথি আরও বলেন, “জুলাই কারো বাপের সম্পত্তি না, তাই রাজনৈতিক স্বার্থে ‘জুলাই’ বলে ডাক দিলে সবাই ছুটে আসবে— এটা ভাবা ভুল।”

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ফারজানা সিঁথি আলোচনায় আসেন। এরপর বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে তাকে ফেসবুকে সরব দেখা গেছে। এছাড়া তিনি গায়ক আসিফ আকবরের জনপ্রিয় গান ‘ইচ্ছে করে’র মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ