গোপালগঞ্জ হামলায় ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ : ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

ক্যাম্পাস ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৯:৫১:৫৪
গোপালগঞ্জ হামলায় ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ : ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’-এর কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ শেষে এবং শাহবাগ থানা ঘেরাওকালে সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শরীফ ওসমান বলেন, “গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে নয়। দেশের অন্যান্য এলাকার মতো এখানেও আওয়ামী দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে শুক্রবার ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ হবে।”

এ সময় তিনি এনসিপির উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, “আপনাদের ভাই-ব্রাদাররা উপদেষ্টা পরিষদে থেকেও আপনাদের নিরাপত্তা দিতে পারছেন না। এটি ব্যর্থতা। যদি তারা নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে তাদের আর সরকারে থাকার অধিকার নেই।”

সমাবেশে বক্তব্য দেন জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জোবায়ের। তিনি বলেন, “গোপালগঞ্জে এনসিপি আইন অনুযায়ী অনুমতি নিয়ে কর্মসূচি করছিল। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়েছে, আর পুলিশ নির্বিকার দর্শকের ভূমিকা পালন করেছে।”

এছাড়াও ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, “এনসিপিকে ঘিরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের ওপর হামলার দায় কেউ এড়াতে পারে না। জুলাই ঘোষণাপত্রের পথ থামিয়ে দিতে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। আমরা এর জবাব দেব।”

বক্তারা হামলাকারীদের শাস্তির দাবি জানান এবং আগামী কর্মসূচিতে বৃহত্তর অংশগ্রহণের আহ্বান জানান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ