গণতন্ত্র ও শিক্ষা: ফখরুলের ঐকান্তিক আহ্বান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৯ ১৮:০৫:৩০
গণতন্ত্র ও শিক্ষা: ফখরুলের ঐকান্তিক আহ্বান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, গণতান্ত্রিক অধিকার ও দায়িত্বের পূর্ণ বোধ ও পালনে তবেই এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে সক্ষম হবে। তবে দেশের শিক্ষার মানের ব্যাপারে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের পরও শিক্ষার মান আগের চেয়ে অনেক নিম্নগামী হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা শুধু নির্বাচন বা গণতান্ত্রিক অধিকারই চাই না, বরং সেই অধিকারগুলোর সঙ্গে সঙ্গে দায়িত্বও পালন করতে হবে। দায়িত্বপূর্ণ আচরণের মাধ্যমে গণতন্ত্র প্রকৃত অর্থেই একটি শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে পারবে।”

জাতির পুনর্গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্ষমতা বিকাশের গুরুত্বও তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “এই জাতি পুনর্গঠন করতে হলে আমাদের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রমাণের জন্য প্রস্তুত করতে হবে। আজকের বিশ্ব জ্ঞানের ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। তাই প্রযুক্তিগত উৎকর্ষে আমরা পিছিয়ে থাকলে চলবে না।”

দেশের শিক্ষার মান ব্যাপকভাবে হ্রাস পেয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সারা দেশে শিক্ষার মান অনেক কমে গেছে। এটার দায় নির্ধারণে না গিয়ে আমাকে বলতে হবে, সামগ্রিকভাবে এই পতন দেখা যাচ্ছে।”

রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে তিনি বলেন, “রিভারভিউ হাই স্কুলের শিক্ষার মান আগে খুবই ভালো ছিল। ঠাকুরগাঁও জেলা স্কুলের পর এটি দ্বিতীয় অবস্থানে ছিল। আমি আশা করি যারা দায়িত্বে আছেন তারা এই শিক্ষার মান পুনরুদ্ধারে কাজ করবেন এবং শিক্ষায় কোনো আপোষ থাকবে না।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “একটি সুন্দর রাষ্ট্র ও জাতি গড়ে তোলার জন্য লেখাপড়ার বিকল্প নেই। লেখাপড়া ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের সঙ্গে খেলাধুলার সমন্বয় জরুরি। আপনাদের শারীরিক সক্ষমতাও প্রমাণ করতে হবে এবং ধারাবাহিক অনুশীলন করতে হবে।”

শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, “ছাত্র-ছাত্রীদের থেকে পাঠ্য বিষয়গুলো সঠিকভাবে বোঝার নিশ্চয়তা নিতে হবে, কোনো ধরনের গাফিলতি চলবে না। জ্ঞানের বিকল্প নেই।”

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “রিভারভিউ উচ্চ বিদ্যালয় যেন তার ঐতিহ্য ও মান বজায় রেখে ঠাকুরগাঁও জেলার শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ স্থান দখল করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানের পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি করে ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত