“জামায়াত সরকারে এলে আর আত্মহত্যা নয়”

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১০:১৮:৪৬
“জামায়াত সরকারে এলে আর আত্মহত্যা নয়”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, "জামায়াত সরকারে এলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আত্মহত্যা করতে হবে না, রাস্তায় নামতেও হবে না।" শনিবার (২৪ মে) রাজধানীর ডিএসই কার্যালয়ে অনুষ্ঠিত “বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার দর্শন ও অনুশীলন” শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন তিনি।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আয়োজনে আয়োজিত এ আলোচনায় সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আলোচনায় অংশ নেন বিএসইসি কমিশনার মো. মোহসিন চৌধুরী, এনসিপি নেতা ড. তাজনুভা জাবিন, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ প্রমুখ।

মোবারক হোসাইন বলেন, “বাংলাদেশের বাজেটের প্রায় এক-চতুর্থাংশ অর্থ ড্রেনেজে চলে যাচ্ছে। দুর্নীতি, অবৈধ সম্পদ আহরণ এবং সুশাসনের অভাবই অর্থনীতির মূল অন্তরায়। ইসলামী ন্যায়ভিত্তিক ব্যবসায়িক কাঠামো প্রতিষ্ঠিত হলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরবে।”

তিনি আরও বলেন, “১৯৯৬ এবং ২০১০-১১ সালে যেসব বিনিয়োগকারী রাস্তায় মিছিল করেছেন, আত্মহত্যা করেছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আমরা যদি সরকারে আসি, তাদের সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না এ নিশ্চয়তা দিতে পারি।”

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. তাজনুভা জাবিন বলেন, “পুঁজিবাজার দেশের অর্থনীতির আয়না। এটি দীর্ঘদিন কিছু গোষ্ঠীর হাতে বন্দি ছিল। আমরা একটি স্বচ্ছ ও দায়িত্বশীল পুঁজিবাজার গড়ে তুলতে চাই।”

এই সংলাপের আলোচনায় উঠে আসে পুঁজিবাজারে জবাবদিহিতা, ন্যায্যতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত না হলে অর্থনীতি কখনোই দীর্ঘমেয়াদে লাভবান হতে পারবে না। রাজনৈতিক দলগুলোর স্পষ্ট রোডম্যাপ ও প্রতিশ্রুতি থাকলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব বলেও মন্তব্য করেন বক্তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত