ইসরায়েলকে "যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর" বললেন আয়াতুল্লাহ খামেনি 

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১২:৩০:৫৭
 ইসরায়েলকে "যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর" বললেন আয়াতুল্লাহ খামেনি 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার (১৬ জুলাই) একটি সম্প্রচারিত বক্তৃতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ইসরায়েলকে আখ্যা দেন "যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর" হিসেবে এবং বলেন, তেহরান এখন যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে পূর্ণ প্রস্তুত। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলো ইরানের পাল্টা আঘাতের আওতায় রয়েছে।

বক্তৃতায় খামেনি বলেন, “আমাদের দেশ আজ যুক্তরাষ্ট্র ও এর শিকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই প্রস্তুতি আমাদের জাতীয় সম্মানের প্রতিফলন।”

সম্প্রতি ইসরায়েলের একটি সমন্বিত অভিযানে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে সমর্থনমূলক হামলা চালিয়েছে। এই ঘটনার পাল্টা জবাব হিসেবে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

খামেনি বলেন, “আমরা যেই ঘাঁটিতে হামলা চালিয়েছিলাম, তা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম স্পর্শকাতর ঘাঁটি। আমরা প্রমাণ করেছি, প্রয়োজনে আরও বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত আছি।”

ইরানের এই দৃঢ় অবস্থান এমন এক সময় সামনে এলো, যখন তেহরান আবারও আন্তর্জাতিক পারমাণবিক আলোচনায় ফেরার চাপের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন শক্তিধর দেশ—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে, যার মধ্যে চুক্তিতে অগ্রগতি না হলে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থার আওতায় নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, “সময়ের মধ্যে অগ্রগতি না হলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ইরানকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”

খামেনি যদিও সরাসরি আলোচনায় ফেরার সম্ভাবনার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি, তবে তিনি জোর দিয়ে বলেন, “আমরা কূটনৈতিক হোক বা সামরিক, প্রতিটি ক্ষেত্রে প্রস্তুত অবস্থায়ই প্রবেশ করি দুর্বলতা নিয়ে নয়।” তিনি দেশটির কূটনৈতিক মহলকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান, যদিও সেই প্রচেষ্টার প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট (মজলিস) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর বিপক্ষে মত দিয়েছে। তাদের মতে, যেসব পূর্বশর্ত আগে থেকেই নির্ধারিত ছিল, সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তেহরানের উচিত নয় ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু করা।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ