“আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে, দায় চাপানো হচ্ছে বিএনপির ঘাড়ে”

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১২:২৪:৩৯
“আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে, দায় চাপানো হচ্ছে বিএনপির ঘাড়ে”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ক্রমবর্ধমান চাঁদাবাজি, লুটপাট, রাজনৈতিক নিপীড়ন, নৈরাজ্য, প্রকাশ্য হত্যাকাণ্ড এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননমূলক কুৎসা প্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার (১৬ জুলাই) সকালে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বানে বোনারপাড়ায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বোনারপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মোস্তাক আহমেদ মিলন ও জসিউল করিম পলাশ। বক্তারা বলেন, “বর্তমান সরকারের আমলে প্রশাসনের নির্লিপ্ততা ও পক্ষপাতদুষ্ট ভূমিকায় দেশজুড়ে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। একদিকে আইনশৃঙ্খলার চরম অবনতি, অপরদিকে এর দায় বিএনপির ওপর চাপানোর সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে।”

বক্তারা আরও অভিযোগ করেন, মিটফোর্ডে ঘটানো ভয়াবহ হত্যাকাণ্ডের মতো ঘটনার পরেও প্রকৃত অপরাধীদের আড়াল করে বিএনপিকে দায়ী করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী। “আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না,” এমন অভিযোগও তোলেন বক্তারা।

তারা বলেন, “দেশে এখন একটি গুপ্ত সংগঠন সক্রিয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা নিজেরা অপরাধ সংঘটিত করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাজনৈতিক বিরোধীদের দমন করাই মূল লক্ষ্য।”

বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আইনের শাসন এবং ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করতে না পারলে দেশে অরাজকতা আরও বাড়বে। প্রশাসনের উচিত হবে দলীয় পরিচয় নির্বিশেষে সকল অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা।”

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও উদ্দেশ্যমূলক মন্তব্য প্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এই ধরণের চরিত্রহননমূলক অপপ্রচার একটি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে চর্চিত করছে। যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং শালীন রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিএনপি সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চায় যাতে তারা অপপ্রচার ও নির্যাতনের রাজনীতি থেকে সরে এসে একটি অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিসর তৈরি করে। নেতারা একই সঙ্গে সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সংঘবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ