পিয়ংইয়ং থেকে রাশিয়ায় সেনা ও ক্ষেপণাস্ত্র, কূটনীতিতে নতুন মাত্রা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১০:২১:১৬
পিয়ংইয়ং থেকে রাশিয়ায় সেনা ও ক্ষেপণাস্ত্র, কূটনীতিতে নতুন মাত্রা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানকে সম্পূর্ণ সমর্থন করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে কিম এই বার্তা দেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ।

ল্যাভরভের উত্তর কোরিয়া সফরটি রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের অংশ হিসেবে হয়েছে। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা পাঠিয়েছে এবং রুশ বাহিনীকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র দিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।

ওয়ানসান শহরে শনিবার এই বৈঠকটি হয়। কেসিএনএ জানায়, আলোচনা হয়েছে ‘উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে’। কিম জং উন বলেন, “ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার নেতৃত্ব যেসব পদক্ষেপ নিচ্ছে, আমরা তা নিঃশর্তে সমর্থন করি।”

তিনি আরও বলেন, রাশিয়ান সেনাবাহিনী ও জনগণ অবশ্যই জয়ী হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বকে তিনি ‘অসাধারণ’ বলেও উল্লেখ করেন।

এই বৈঠকে জুন ২০২৪ সালে রাশিয়া-উত্তর কোরিয়া সম্মেলনের চুক্তিগুলো বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। ওই সময় দুই দেশ একটি সামরিক সহযোগিতা চুক্তি করেছিল, যাতে একে অপরকে আক্রমণের ক্ষেত্রে সহযোগিতা করার অঙ্গীকার ছিল।

রুশ সংবাদমাধ্যম তাস জানায়, প্রেসিডেন্ট পুতিন আবার কিমের সঙ্গে সরাসরি দেখা করার আশা প্রকাশ করেছেন। ল্যাভরভ বলেন, পুতিন শিগগিরই কিমের সঙ্গে যোগাযোগ করতে চান।

ল্যাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার রুশ সহায়তাকারী সেনাদের ‘বীর’ হিসেবে প্রশংসা করেন।

উভয় দেশ জানিয়েছে, তারা বাইরের শক্তির আধিপত্যবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশান্তি তৈরিতে যেসব দেশ ভূমিকা রাখছে, তাদের প্রতিহত করাই তাদের লক্ষ্য।

রাশিয়া জানিয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে দু’বার মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে বিমান চলবে। এছাড়া ল্যাভরভ বলেন, উত্তর কোরিয়ার ওয়ানসান শহরের নতুন রিসোর্টটি রাশিয়ান পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে বলে তারা আশা করছেন।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও উত্তর কোরিয়ার এই ঘনিষ্ঠতা শুধু সামরিক দিকেই নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ