জুন মাসে বড় ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১১ ০৯:১৩:৩৩
জুন মাসে বড় ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সত্য নিউজ:আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে লম্বা ছুটির সূচি ঘোষণা করা হয়েছে। দেশের সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের সরকারি ছুটি, যা শুরু হবে ৫ জুন থেকে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্যও ঘোষণা করা হয়েছে ব্যতিক্রমধর্মী দীর্ঘ ছুটি।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের (সরকারি ও বেসরকারি) বিদ্যালয়সমূহে ঈদ-উল-আজহার ছুটি শুরু হবে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। ঈদের ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা পাচ্ছে টানা ১৯ দিনের ছুটি। দীর্ঘ এই বিরতির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন মানসিক বিশ্রাম পাবে, তেমনি পরিবারের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুশীলনেও সম্পৃক্ত হতে পারবে।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজসমূহে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং প্রাথমিকভাবে তা নির্ধারিত ছিল ১২ জুন পর্যন্ত। তবে সরকারি অফিস ১ জুলাই থেকে খোলার ঘোষণা অনুযায়ী কলেজ পর্যায়ের ছুটি আরও দুই দিন বাড়িয়ে ১৪ জুন পর্যন্ত করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এ ছুটির মেয়াদ ঈদের ছুটির পাশাপাশি গ্রীষ্মকালীন অবকাশ হিসেবেও গণ্য হবে।

দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠ্যসূচি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ঈদের আগের দুটি শনিবার—১৭ মে ও ২৪ মে—দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের পাঠদান কার্যক্রম বজায় রাখা ও শিক্ষার্থীদের পাঠাভ্যাস ধরে রাখার চেষ্টা করা হবে।

এবারের ছুটি নানা দিক থেকে ব্যতিক্রম। একদিকে যেমন ধর্মীয় উৎসব উদযাপনের জন্য পর্যাপ্ত সময় মিলছে, তেমনি পরিবারে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মজীবীরা। তবে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো ছুটির পর শিক্ষার্থীদের সিলেবাস ঘাটতি পূরণে অতিরিক্ত ক্লাস ও পুনঃসূচি নিয়ে পরিকল্পনা নিতে প্রস্তুতি নিচ্ছে।

এই দীর্ঘ ছুটির ফলে অভ্যন্তরীণ পর্যটন, পরিবহন ও ব্যবসা খাতেও বাড়তি চাঞ্চল্য দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ঈদের ছুটি যেন শৃঙ্খলার মধ্য দিয়ে এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে উদযাপিত হয়—সে বিষয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ