নর্দান বিশ্ববিদ্যালয়: ট্রাস্টিদের দখল যুদ্ধে থমকে গেছে শিক্ষা কার্যক্রম

সত্য নিউজ: রাজনৈতিক পটপরিবর্তনের পর বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ে দখল ও নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্য বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, হুমকি ও আইন প্রয়োগের মাধ্যমে তাদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে বর্তমান ট্রাস্টিরাও নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় সক্রিয়।
সাবেক ট্রাস্টি সদস্য বোরহান উদ্দিন বলেন, “আমরা কোনো হামলা করিনি, কেবল কথা বলতেই গিয়েছিলাম। অথচ আমাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়, মামলা হয়, জেলেও যেতে হয়েছে।” অপরদিকে বর্তমান ট্রাস্টিরা বলছেন, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একাধিক পক্ষের অভিযোগে নিজে প্রশ্নের মুখে। বিভিন্ন মহল অভিযোগ করছে, ইউজিসির কিছু দায়িত্বপ্রাপ্ত সদস্য ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ করছেন, ফলে নিরপেক্ষতার সংকট দেখা দিয়েছে।
তবে ইউজিসি দাবি করছে, তারা নিরপেক্ষভাবেই কাজ করছে। ইউজিসি সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, “কোনো পক্ষের হয়ে কাজ করছি না, সরকার আমাদের নির্দেশ দিয়েছে পরিস্থিতি পর্যালোচনা করতে। আমরা তা-ই করছি।”
এ পরিস্থিতির সমাধানে বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় ইউজিসির ফুল কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে। আশা করা হচ্ছে, ওই বৈঠক থেকেই একটি নিরপেক্ষ ও কার্যকর সমাধান আসবে, যা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত নর্দান বিশ্ববিদ্যালয় জনপ্রিয়তা অর্জনের পর ৯টি প্রতিষ্ঠান গড়ে তোলে। ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন কার্যকর হওয়ার পর আগের ট্রাস্টি বোর্ডের বেশিরভাগ সদস্য পদত্যাগ করেন। এরপর থেকে নতুন ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছে। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর পুরোনো ট্রাস্টিরা ফের নিয়ন্ত্রণ দাবি করে সক্রিয় হন।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “এই দ্বন্দ্ব মেনে নেওয়া যায় না। এটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।”
নর্দান বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণে এখন জরুরি একটি গ্রহণযোগ্য, আইনসম্মত ও স্থায়ী সমাধান—যা সকল পক্ষকে সন্তুষ্ট করবে এবং শিক্ষার্থীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে