সিলেটে

সিলেটে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে তানযীম ইন্টারন্যাশনালের নতুন উদ্যোগ

সিলেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ২১:৩০:৩৫
সিলেটে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে তানযীম ইন্টারন্যাশনালের নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলেছে তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল

সিলেটের তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল আধুনিক ইংরেজি মাধ্যম শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা একত্র করে নতুন প্রজন্মকে গড়ে তোলার একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। পবিত্র কোরআনের হাফেজ তৈরির পাশাপাশি আধুনিক জ্ঞানে শিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে শিক্ষার্থীদের। ফলে অভিভাবকদের মধ্যে স্কুলটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

অভিভাবকদের মতে, কেবল আধুনিক শিক্ষা নয়, বরং নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়েই একটি পরিশীলিত ও সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা মনে করেন, তানযীম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল এ দিক থেকে একটি অগ্রণী ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্কুলটির মদীনা মার্কেট শাখার প্রথম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে আনন্দঘন পরিবেশে শ্রেণি পরিবর্তনের উৎসব উদ্‌যাপন করে। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও ছিলেন আনন্দে উচ্ছ্বসিত। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. সাফি আহমদ, ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক ডা. ফয়সল আহমদ ও স্বদেশ বাংলা গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

স্কুলের পক্ষে স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাঈদ হুসাইন এবং একাডেমিক কো-অর্ডিনেটর কাজী সুমাইয়া। বক্তব্য রাখেন শিক্ষক তামান্নাতুল জান্নাত ও শারমিন সাদিয়া হলি। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন রিশেপশন ক্লাসের শিক্ষার্থী আবিরের মাতা হ্যাপি বেগম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করেন শিল্পী হেলাল আহমদ। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ