ময়মনসিংহ

ময়মনসিংহে উচ্ছেদ করা হলো মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ২১:৪৭:০৭
ময়মনসিংহে উচ্ছেদ করা হলো মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক
জয়নুল উদ্যানে মিনি চিড়িয়াখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ নির্দেশে আজ বৃহস্পতিবার জয়নুল আবেদিন উদ্যানের ভিতরে অবস্থিত অবৈধ মিনি চিড়িয়াখানা ও পাশের শিশুপার্ক উচ্ছেদ করা হয়েছে। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ, সেনা, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও বনবিভাগের প্রতিনিধি।

মসিক মনোনীত ইজারা গ্রহীতা মো. সেলিম মিয়ার সঙ্গে ইতিমধ্যে ২৬ জুন চুক্তিপত্র বাতিল করা হয়েছে। সে সময় তাকে অবকাঠামো ও প্রাণীগুলো তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অনশীল থাকায় আজ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বন বিভাগের রেঞ্জ অফিসার রিদুয়ানুল হক জানান, চিড়িয়াখানায় থাকা পাঁচটি হরিণ, দুটি ময়ূর, একটি গাধা, কয়েকটি ঘুঘু পাখি ও দুটি ইমু পাখি উদ্ধার করে বনবিভাগ গাজীপুর সাফারি পার্কে নিয়ে গেছে।

অবৈধ কার্যক্রমের জন্য ইজারার মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হলেও নবায়ন করা হয়নি এবং নিয়মিত ভাড়াও পরিশোধ করা হয়নি। চুক্তিপত্র অনুসারে শিশুপার্কের উল্লেখ থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত হয়নি।

সিটি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, উচ্ছেদকৃত এলাকায় একটি আধুনিক পরিবারের ‘কিডস জোন’ করার পরিকল্পনা রয়েছে। সেখানে লাইব্রেরি, খেলনা, রাইড ও বাগান করা হবে, যেখানে শিশুরা নিরাপদে খেলাধুলা ও শিক্ষা গ্রহণ করবে।

সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর’ এর সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, “বাল্যকালের স্মৃতিতে মিনি চিড়িয়াখানা এক গুরুত্বপূর্ণ স্থান ছিল। এখন সিটি কর্পোরেশন কিডস জোন বানিয়ে যেন সেই ক্ষতি পূরণ করেন।”

/আশিক


নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ৩০ ০৯:২৪:১৫
নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
ছবিঃ সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে এবং আবার কলেজের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডটি ভাঙচুর করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। জাতীয় পার্টির অফিসের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভ মিছিল থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘোষণা দেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মিছিলে ময়মনসিংহ জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ, ময়মনসিংহ মহানগর গণ অধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/আশিক


‘মানবিকতার দৃষ্টান্ত’: বৈদ্যুতিক তারে আটকা পাখি উদ্ধার করল ফায়ার সার্ভিস

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১৮:২২:১০
‘মানবিকতার দৃষ্টান্ত’: বৈদ্যুতিক তারে আটকা পাখি উদ্ধার করল ফায়ার সার্ভিস
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক তারে আটকা পড়া একটি শালিক পাখিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে পাখিটিকে জীবিত উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে স্থানীয়রা বৈদ্যুতিক তারে আটকা পড়া অবস্থায় পাখিটিকে ছটফট করতে দেখে।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন ময়মনসিংহের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ লিটন বলেন, “পাখিটি বৈদ্যুতিক তারে আটকে থাকায় কষ্ট পাচ্ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে পাখিটিকে উদ্ধার করে মুক্ত আকাশে উড়ার সুযোগ সৃষ্টি করায় ফায়ার সার্ভিসের ওই সদস্যরা প্রশংসার দাবিদার।”

এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাখিটিকে জীবন্ত উদ্ধারের জন্য রওনা দিই। এরপর আমাদের একজন সদস্য বৈদ্যুতিক খুঁটিতে উঠে শালিকটিকে উদ্ধার করে। দীর্ঘক্ষণ তারে পা আটকে থাকায় পাখিটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। তবে নিচে নামানোর পর এটি সুস্থ হয় এবং মুক্ত আকাশে উড়াল দেয়।


অনিয়ম ও দুর্নীতির অভিযোগে: ময়মনসিংহে এনসিপির ৪ নেতার পদত্যাগ

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৫ ২১:০৮:২১
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে: ময়মনসিংহে এনসিপির ৪ নেতার পদত্যাগ
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শের অভাবকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করে সোমবার (২৫ আগস্ট) তারা লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি এবং মোহাম্মদ উল্লাহ।

এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান জাগো নিউজকে বলেন, 'সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা পদত্যাগ করেছি।' তিনি আরও অভিযোগ করেন, উপজেলা পর্যায়ের এনসিপির কিছু নেতা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তিনি জানান, তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপির ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন জানান, তিনি এখনো পদত্যাগের বিষয়টি জানেন না এবং এর কারণ জানতে চেষ্টা করছেন।

/আশিক


১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৩ ১০:৫০:৪৪
১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আলামিন (৩০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে সিলেটের সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া মো. আলামিন গফরগাঁও উপজেলার মৃত আবুল কালাম আযাদের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে এক বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

র‍্যাব-১৪-র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গত ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে আলামিন স্থানীয় শিশু-কিশোরদের ছুটি দিয়ে ১১ বছরের ওই শিক্ষার্থীকে মসজিদের পাশের একটি মাদরাসায় ঝাড়ু আনতে পাঠান। শিশুটি একটি কক্ষে ঝাড়ু আনতে গেলে আলামিনও ওই কক্ষে ঢোকেন। এরপর শিশুটির মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন।

শিশুটির পরিবার এই ঘটনা জানার পর তার মা বাদী হয়ে ১ আগস্ট পাগলা থানায় আলামিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে। আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


তিনটি গলা কাটা লাশ, তালাবদ্ধ ঘর: রহস্যে ঘেরা হত্যাকাণ্ড

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৪ ১৫:৩৭:০৩
তিনটি গলা কাটা লাশ, তালাবদ্ধ ঘর: রহস্যে ঘেরা হত্যাকাণ্ড

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে একই পরিবারের তিন সদস্য—একজন মা এবং তার দুই শিশু সন্তান—নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ২৫ বছর বয়সী ময়না আক্তার এবং তার কন্যা রাইসা (৭) ও পুত্র নিরব (২)। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পনাশাইল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকা শহরের রাসেল স্পিনিং মিলস নামক একটি কারখানায় কাজ করেন এবং সপরিবারে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওই বাসায় তার ছোট ভাই নজরুল ইসলামও একই সঙ্গে থাকতেন।

রফিকুল ইসলাম পুলিশকে জানান, তিনি রবিবার রাতের শিফটে কারখানায় ডিউটিতে ছিলেন। পরদিন সোমবার সকাল ৯টার দিকে বাসায় ফিরে এসে দেখেন বাসার গেট তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করার পর কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। তখন তিনি স্ত্রীর ও দুই সন্তানের নিথর দেহ খাটে পড়ে থাকতে দেখেন। প্রত্যেকের গলা কাটা ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত্যু নিশ্চিত হয়।

এ মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ভিড় করেন ঘটনাস্থলে। পরে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খুনের মোটিভ কী—তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে হত্যার রহস্য উন্মোচনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড হতে পারে এটি। পুলিশ বলছে, ঘরে ঢোকার কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ ঘরের অভ্যন্তর someone known to the family may be involved. প্রতিবেশীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহ করছে তদন্তকারী দল। পারিবারিক কোনো দ্বন্দ্ব, পূর্বশত্রুতা, অথবা সম্পত্তি বা সম্পর্কজনিত জটিলতা এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করতে পারে বলেও সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই মর্মান্তিক হত্যাকাণ্ড এলাকার মানুষজনকে স্তব্ধ করে দিয়েছে। তিনজনের নির্মম মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারা, কী উদ্দেশ্যে এমন পাশবিক কাণ্ড ঘটিয়েছে—সেই উত্তর খুঁজছে পুলিশ এবং পরিবারের সদস্যরা।


বিআইটি কাঠামোর দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৪:৪৫:০৮
বিআইটি কাঠামোর দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) কাঠামো পুনর্গঠনের এক দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচিতে নেমেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে কলেজের সামনে রহমতপুর বাইপাস মোড়ে সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলনে বসেন তারা।

শিক্ষার্থীদের একমাত্র দাবি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বাধীন বিআইটি কাঠামোতে ফিরিয়ে নেওয়া।

এই অবরোধের ফলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক এবং ময়মনসিংহ-ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কে আটকে পড়েছেন শত শত যাত্রী, বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা স্বাধীন একাডেমিক কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন। তবে দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ কর্মসূচিতে নেমেছেন।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে।


ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৫:৫৪:৪৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্পট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচবাগ এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে ইকবাল হোসেন (৫০)। ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন চালক ছিলেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম।তিনি জানান, টাংগাব এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত যেতেই দ্রুতগতির একটি ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। এসময় আহত হয় আরও দুজন যাত্রী। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।ওসি আরও জানান, ট্রাকের চালক সোহানকে আটক করা হয়েছে। ট্রাকসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আশিক


কচুক্ষেতে মিলল মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ, গলায় প্যাঁচানো ছিল কলাগাছের বাকলা

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৮:২৩:২৪
কচুক্ষেতে মিলল মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ, গলায় প্যাঁচানো ছিল কলাগাছের বাকলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক পল্লীতে কচুক্ষেত থেকে হোসনে আরা (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) সকালে বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামের একটি কচুক্ষেত থেকে তার মরদেহটি পাওয়া যায়।

নিহত হোসনে আরা বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মা রাবেয়া খাতুনের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের শেষ ভাগে হোসনে আরা বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে এলাকার কয়েকজন শিশু ঘুড়ি ওড়াতে গিয়ে কবিরাজবাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনুর কচুক্ষেতে মরদেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের গলায় কলাগাছের বাকলা প্যাঁচানো অবস্থায় ছিল, যা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হোসনে আরাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

হোসনে আরার মা রাবেয়া খাতুন বলেন, "মেয়েটা তো মানসিক ভারসাম্যহীন ছিল। এই সর্বনাশ করল কে? আমি কিছুই বুঝতে পারছি না।"

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম জানান, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তদন্ত চলছে।"

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিঃসহায় পরিবারটি বিচারের অপেক্ষায়।

সত্য প্রতিবেদন/আশিক


বন্ধুত্বের ছলনায় প্রবাসীর সর্বনাশ, ভয়াবহ ফাঁদে পড়লেন সৌদি ফেরত যুবক

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ২০:২২:৩৫
বন্ধুত্বের ছলনায় প্রবাসীর সর্বনাশ, ভয়াবহ ফাঁদে পড়লেন সৌদি ফেরত যুবক

ময়মনসিংহে এক সৌদি প্রবাসীকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক নারী ও তার সহযোগীদের বিরুদ্ধে। ইতোমধ্যে কোতোয়ালী মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং প্রধান অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুই আসামি এখনো পলাতক।

ভুক্তভোগী মোঃ শওকত হোসাইন (৩৪) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জঙ্গলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। দেশে ফিরে এসে সম্প্রতি ‘রুমা’ নামে এক নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে বন্ধুত্ব গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, ২১ জুন ২০২৫ তারিখে বিকেলে রুমা তাকে ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় নিজের বাসায় আমন্ত্রণ জানান। শওকত হোসাইন তার চাচাতো ভাই রিয়াজ আহমেদ (২০)–কে সঙ্গে নিয়ে নির্ধারিত ঠিকানায় যান। সেখানে পৌঁছানোর পর রুমা তাদের একটি বাসায় নিয়ে যান এবং দরজা বন্ধ করে আটকে রাখেন।

এরপর রুমা তার স্বামী মোঃ রকি মিয়া (৩০) ও আরেক সহযোগী মোঃ খলিলুর রহমান সজল (২৪)–কে ডেকে আনেন। তারা ভুক্তভোগী ও তার ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। তাদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা ও ১৪ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৫৭ হাজার ৯৪০ টাকা) ছিনিয়ে নেন। এছাড়াও বিকাশের মাধ্যমে শওকতের মোবাইল থেকে আরও ১৯,৭৭৫ টাকা হাতিয়ে নেওয়া হয়। সর্বমোট ছিনতাইয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ লাখ ৮৮ হাজার ৭১৫ টাকা।

ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা থানায় অভিযোগ করলে তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখায়। পরবর্তীতে বিষয়টি কোতোয়ালী মডেল থানায় জানানো হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত খলিলুর রহমান সজলকে গ্রেফতার করে। তবে রুমা ও রকি মিয়া পলাতক রয়েছেন।

ঘটনার পরদিন, ২২ জুন ২০২৫ ইং তারিখে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয় (মামলা নম্বর-৭৩/২০২৫)। মামলাটি দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৬, ও ৫০৬(২) ধারায় এজাহারভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “মামলাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। পলাতক আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”

পাঠকের মতামত: