“গাজায় কিছু রাখব না”- নেতানিয়াহু

ফাঁস হলো  নেতানিয়াহু্র পরিকল্পনা: কী বলছে ইসরায়েলি গণমাধ্যম?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১০:৪১:৩০
ফাঁস হলো  নেতানিয়াহু্র পরিকল্পনা: কী বলছে ইসরায়েলি গণমাধ্যম?

সত্য নিউজ: “গাজায় কিছু রাখব না”— নেতানিয়াহুর উন্মোচিত পরিকল্পনায় তোলপাড় বিশ্ব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক এক গোপন বৈঠকের বিস্ফোরক মন্তব্য এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। গোপনে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতানিয়াহু বলেন, “আমরা গাজায় আরও বেশি বাড়িঘর ধ্বংস করছি যাতে ফিলিস্তিনিরা ফিরে যাওয়ার মতো কিছু না পায়।”

বুধবার (১৪ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, রোববার ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট)-এর পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের কথোপকথনের কিছু অংশ ফাঁস হয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যমে।

নেতানিয়াহু আরও বলেন, “এর একমাত্র পরিষ্কার ফলাফল হবে—গাজাবাসীদের গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া। আমাদের মূল সমস্যা হলো তাদের গ্রহণ করতে রাজি এমন দেশ খুঁজে বের করা।” এই বক্তব্য থেকেই বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা উপত্যকার অধিবাসীদের ধাপে ধাপে উচ্ছেদই হতে পারে ইসরায়েলের অঘোষিত নীতি।

বৈঠকে কনেসেট সদস্য লিমোর সোন হার-মেলেখ এমনকি প্রস্তাব দেন, “আমেরিকার ইহুদিদের নিয়ে আসুন গাজায় বসতি স্থাপন করাতে। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে।”

ইসরায়েলি সংবাদপত্র মারিভ এবং টাইমস অব ইসরাইল জানায়, গাজা উপত্যকায় ভবিষ্যতে বসতি স্থাপন কিংবা প্রশাসনিক নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে আরব দেশগুলোর তীব্র বিরোধিতার কারণে এই পরিকল্পনা এখনো স্থগিত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত সামরিক অভিযানে ইতিমধ্যে গাজার বেশিরভাগ অঞ্চল ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের তথ্যমতে, ১৯ লাখেরও বেশি ফিলিস্তিনি একাধিকবার গৃহচ্যুত হয়েছেন। মার্চের শুরু থেকেই ইসরায়েল গাজাকে সম্পূর্ণ অবরোধে রেখেছে। খাদ্য, পানি, জ্বালানি, ওষুধ এমনকি মানবিক সহায়তা প্রবেশেও রয়েছে নিষেধাজ্ঞা। ফলে গাজাবাসীদের জীবন আজ গভীর মানবিক সংকটে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নেতানিয়াহুর এই মন্তব্যকে "গণউচ্ছেদের ইঙ্গিতপূর্ণ ও নীতিগত ঘোষণা" হিসেবে বিবেচনা করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ