ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে অশান্তি সৃষ্টির অভিযোগ বিএনপির

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১৩:০৯:৩৪
ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে অশান্তি সৃষ্টির অভিযোগ বিএনপির

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠকে বিএনপি নেতারা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে সহিংস হামলার তীব্র নিন্দা জানান। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে চারজন নিহত হওয়াকে তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর পরিকল্পিত আঘাত হিসেবে আখ্যায়িত করেন। বিএনপির বিবৃতিতে দাবি করা হয়, সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য হলো দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করা।

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, এই হামলার পর সরকার যে ১৪৪ ধারা ও কারফিউ জারি করেছে, তা মূলত একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। সরকার নিজের ব্যর্থতা ঢাকতে গণতান্ত্রিক কর্মসূচিতে দমন-পীড়ন চালাচ্ছে এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ক্ষেত্রে নির্লিপ্ত। এর মাধ্যমে একটি মহল জনগণকে ভয়ভীতির মধ্যে রেখে রাজনৈতিক পরিবেশকে ভীতি ও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই পরিস্থিতির জন্য সরকারের ব্যর্থতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টাদের অব্যবস্থাপনা দায়ী। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় মবোক্রেসি, খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। মন্ত্রী ও উপদেষ্টারা গণমাধ্যমে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা বাস্তবায়িত হচ্ছে না।

সভায় বিএনপির জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সালাহ উদ্দিন আহমেদ কমিশনের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং ঐক্যমত্য গঠনের প্রয়াসকে আরও জোরদার করতে পরবর্তী বৈঠকের প্রস্তুতির কথা জানান।

এছাড়া বৈঠকে মিটফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে ‘অন্যায়ভাবে’ জড়ানোর প্রতিবাদ জানানো হয়। নেতারা অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে শিষ্টাচারবর্জিত ও অশালীন বক্তব্য দিয়েছেন, তা জাতিকে বিক্ষুব্ধ করেছে। তাঁরা বলেন, এসব বক্তব্য রাজনৈতিক অপসংস্কৃতি এবং নৈতিক দেউলিয়াপনার প্রকাশ।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ