বিশ্ব জনসংখ্যা দিবসে ড. ইউনূসের ইউনূসের বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১১ ০৯:৪০:০৯
বিশ্ব জনসংখ্যা দিবসে ড. ইউনূসের ইউনূসের বার্তা

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে প্রদত্ত এক গুরুত্ববহ বাণীতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, "বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই কিশোর-কিশোরী ও তরুণ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষতা, সুশিক্ষা, সুস্বাস্থ্য ও সর্বোপরি ক্ষমতায়নের মাধ্যমে গড়ে তোলা আমাদের জাতীয় কর্তব্য। তাদের উন্নয়নই আমাদের আর্থসামাজিক অগ্রযাত্রার প্রধান ভিত্তি।"

তিনি বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য "ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা"–কে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। ড. ইউনূস বলেন, "স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, প্রজনন ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা – এই মৌলিক অধিকারগুলোকে রক্ষা করেই আমাদের নিশ্চিত করতে হবে দীর্ঘমেয়াদি ন্যায্যতা, উন্নয়ন ও সমাজে ন্যায়কেন্দ্রিক ভারসাম্য।"

তিনি আরও বলেন, উন্নত জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সমাজে পুঞ্জিভূত বৈষম্য দূর করে ছেলেমেয়ে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। “নারী-পুরুষের মধ্যে সমান অধিকারের ভিত্তিতে সমাজকে গঠন করলেই একটি টেকসই ও উদার ভবিষ্যৎ নির্মাণ সম্ভব হবে,”–বলেন প্রধান উপদেষ্টা।

বাণীতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের চেতনার কথা স্মরণ করে বলেন, "ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো গড়ার সংকল্পে অটল। সরকার পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুগোপযোগী কর্মসূচি হাতে নিয়েছে এবং তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে সচেষ্ট।"

প্রধান উপদেষ্টা সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজকেও এই কর্মকৌশলে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। তিনি বলেন, "একটি সুস্থ, সচেতন ও কর্মক্ষম জাতি গঠনের জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি। তরুণদের সামগ্রিক বিকাশের মাধ্যমে আমরা বাংলাদেশকে কেবল উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারব না, বরং একটি উদার, মানবিক ও ন্যায়কেন্দ্রিক সমাজও গড়ে তুলতে সক্ষম হব।"

বাণীর শেষাংশে ড. ইউনূস বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং সকলের সহযোগিতায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ