রিজভী আহ্বান: অন্তর্বর্তী সরকার যেন আবেগ নয়, ভবিষ্যৎ বিবেচনায় সিদ্ধান্ত নেয়

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ২১:৪৩:৪৬
রিজভী আহ্বান: অন্তর্বর্তী সরকার যেন আবেগ নয়, ভবিষ্যৎ বিবেচনায় সিদ্ধান্ত নেয়

আজ সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। কোনো ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নেবেন না। বরং শিক্ষা, স্বাস্থ্য ও ওয়েলফেয়ার খাতে স্থিতিশীল ও জনমুখী উদ্যোগ নিন।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করছে উড়ালসেতু ও তথাকথিত ‘মেগা প্রকল্প’-এর পেছনে, যা সাধারণ জনগণের প্রত্যক্ষ উপকারে আসছে না। রিজভীর ভাষায়, “উড়াল সেতু, মেগা প্রজেক্ট কি চিবিয়ে চিবিয়ে খাব? যে দেশের মানুষের জীবনে উন্নতি হয় না, সে দেশ কখনো সামনে এগিয়ে যেতে পারে না।”

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি থেকে লুটপাট ও পাচারের ফলে যে বিপুল অর্থ দেশত্যাগ করছে, তার অর্ধেক যদি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা যেত, তবে দেশের স্বাস্থ্যব্যবস্থা অনেক এগিয়ে যেত। এই বিনিয়োগের ঘাটতির জন্যই জনগণ আজ দেশের বাইরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়েও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি।

নার্সদের প্রতি সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, “বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই নার্সরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। তিন শিফটে কাজ করেও তাঁদের আবাসনের কোনো ব্যবস্থা নেই।” তিনি চিকিৎসকদের পাশাপাশি নার্সদের জন্যও যথাযথ লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করার দাবি জানান।

স্বাস্থ্য খাতকে জাতীয় বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেন আমি ডলার খরচ করে ভারত যাব? কেন তাদের টাকা দেব? তারা তো প্রতিমুহূর্তে আমাদের নিয়ে নেতিবাচক প্রচারণা চালায়। সেই অর্থ যদি দেশের চিকিৎসক-নার্সদের পেছনে ব্যয় করি, তাহলে দেশের মানুষ আর বিদেশমুখী হবে না।”

রিজভীর মতে, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এসব মৌলিক বিষয়ে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা। তিনি এই সরকারের কাছে রাজনৈতিক নয়, বরং জনকল্যাণমূলক ও দীর্ঘমেয়াদি প্রভাববিস্তারকারী সিদ্ধান্তের প্রত্যাশা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, জাহানারা পারভিন, আবদুস সাত্তার পাটোয়ারী, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

এই বক্তব্য ও দাবি প্রমাণ করে যে, বিএনপি সরকারের খরচের অগ্রাধিকার এবং জনস্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামোগত দুর্বলতার বিষয়ে এক বিকল্প রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাইছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ