ভারতের পুশইন ঠেকাতে কূটনৈতিক চাপের পরামর্শ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১৬:২৫:১৩
ভারতের পুশইন ঠেকাতে কূটনৈতিক চাপের পরামর্শ

সত্য নিউজ:ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দফায় দফায় পুশইন ঘটনার মাধ্যমে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। সীমান্ত পার হয়ে পাঠানো এসব ব্যক্তির সংখ্যা ইতোমধ্যে দুই শতাধিক ছাড়িয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় নাগরিক ছাড়াও রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে।

এ ধরনের ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা। তারা মনে করছেন, বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ রক্ষাই এই কৌশলের মূল উদ্দেশ্য।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, “এটি নিছক সীমান্ত ইস্যু নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং প্রতিবেশী রাষ্ট্রে প্রভাব বিস্তারের অংশ হতে পারে। কূটনৈতিকভাবে যত দ্রুত বিষয়টি সমাধান করা যায়, ততই উত্তম। না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহও একমত পোষণ করে বলেন, “কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীকে জোরপূর্বক অন্য দেশে পাঠানো আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। বাংলাদেশকে চাপের মুখে রাখার উদ্দেশ্যেই ভারত এমনটা করছে।”

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পক্ষ থেকে এখনই দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ জরুরি। তারা পতাকা বৈঠক, হাইকমিশনার পর্যায়ে আলোচনার পাশাপাশি পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় সংলাপের আহ্বান জানান।

এ ছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার, নিয়মিত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং জনগণের মধ্যে অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বিশ্লেষকরা সরকারকে পরামর্শ দিয়েছেন, বিক্ষিপ্ত প্রতিক্রিয়ার পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে সুসংহত কূটনৈতিক ভাষায় ভারতের সঙ্গে বিষয়টি আলোচনা করা উচিত, যেন কোনো সংঘাত সৃষ্টি না হয় এবং সম্পর্ক আরও অবনতি না ঘটে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ