দেবীগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৮:০৫:০৮
দেবীগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান!

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হলো পৌর এলাকা। স্থানীয় বিএনপির পরিচিত মুখ আক্কাস আলী ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন। রোববার (২২ জুন) রাত ১০টার দিকে পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি জামায়াতের সদস্যপদ গ্রহণ করেন।

দেবীগঞ্জ পৌর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় আক্কাস আলী ভুঁইয়া জামায়াতের নির্ধারিত ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তার সঙ্গে আরও ২০-৩০ জন স্থানীয় ব্যক্তি একইভাবে জামায়াতের সদস্যপদ গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেদ।

সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সুফিউল্লাহ সুফি। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন এবং পৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসান।

আক্কাস আলী ভুঁইয়া দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। দলবদলের বিষয়ে তিনি বলেন,

“আমি দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম, তবে জামায়াতে ইসলামীর আদর্শ ও রাজনৈতিক দর্শন আমার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি এই দলে যোগদান করেছি।”

জামায়াত নেতারা জানান, আক্কাস আলী কিছুদিন ধরেই জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করছিলেন এবং রোববারের অনুষ্ঠানে তিনি তা বাস্তবায়ন করেন।

আক্কাস আলীর দলত্যাগ ও নতুন রাজনৈতিক যাত্রা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া বলেন,

“সে (আক্কাস আলী) বিএনপি করতো, এটা সত্য। তবে সে জামায়াতে যোগ দিয়েছে কিনা, আমি নিশ্চিত নই।”

এই দলবদল শুধু একজন নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি দেবীগঞ্জ ও বৃহত্তর পঞ্চগড় অঞ্চলের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। যেখানে জামায়াত অপেক্ষাকৃত দুর্বল অবস্থানে ছিল, সেখানে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও তৃণমূল পর্যায়ে অসন্তোষ জামায়াতের জন্য নতুন সুযোগ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের দলবদল স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এবং মাঠ পর্যায়ে রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তখন যখন জাতীয় রাজনীতিতে অনিশ্চয়তা ও সমন্বয়ের অভাব লক্ষ্য করা যাচ্ছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ