আল-নাসর ছাড়ার ইঙ্গিত রোনালদোর

সৌদি প্রো লিগের ২০২৪-২৫ মৌসুম শেষে এক যুগান্তকারী ঘোষণা দিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে শেষ ম্যাচে গোল করার কিছুক্ষণের মধ্যেই নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন,
“এই অধ্যায় শেষ। গল্প? এখনো লেখা বাকি। কৃতজ্ঞ সবাইকে।”
এই বার্তার পর থেকেই গুঞ্জন শুরু—রোনালদো কি সৌদি ফুটবল ছাড়ছেন? আর যদি ছাড়েন, তাহলে পরবর্তী গন্তব্য কোথায়?
২০২২ সালের শেষদিকে ইউরোপ ছাড়ার পর বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। প্রথম মৌসুমে কিছুটা অংশগ্রহণ করলেও পরবর্তী দুই মৌসুম পুরোপুরি খেলেছেন। তবে তিন মৌসুমের যাত্রায় একটিও ট্রফি জিততে পারেননি।চলতি মৌসুমেও আল-নাসর লিগ শেষ করেছে তৃতীয় স্থানে, চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে।
যদিও ক্লাব সফলতা না পেলেও রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ছিল অসাধারণ। ১১১ ম্যাচে করেছেন ৯৯ গোল। তবে ট্রফির খরা হয়তো তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
রোনালদো কোথায় যাচ্ছেন, সেটা এখনো স্পষ্ট নয়। তবে সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে দুটি নাম:
- মেজর লিগ সকার (MLS): যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাব আগ্রহ প্রকাশ করেছে।
- স্পোর্টিং লিসবন: শৈশবের ক্লাবে ফেরার গুঞ্জনও জোরালো।
এই মুহূর্তে রোনালদোর পরবর্তী ক্লাব সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বর্তমানে তিনি প্রস্তুত হচ্ছেন ৪ জুনে নেশনস লিগ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচের জন্য। ধারণা করা হচ্ছে, এই ম্যাচের পরেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক বার্তা দিতে পারেন।
রোনালদো আগেই জানিয়ে রেখেছেন—“১০০০ গোল না করে থামব না।”বর্তমানে তার গোলসংখ্যা ৯৪০-এর কাছাকাছি, অর্থাৎ আরও কয়েক মৌসুম মাঠে থাকার দৃঢ় ইচ্ছা তার মধ্যে এখনো জেগে আছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- তিন মাসে ১.১৮ লাখ কোটি টাকার মূলধন ঘাটতি, দেউলিয়াত্বের পথে ২০ ব্যাংক
- স্টারলিংক চালু, সরকারের দ্রুত সিদ্ধান্তের নেপথ্যে কি?