খেলা

রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি, পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ০৯:৫৫:৩২
রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি, পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোল
ছবিঃ সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ বিরতির পর আবারও গোলের উৎসবে ফিরেছেন লিওনেল মেসি। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে রোববার ভোরে দুর্দান্ত পারফরম্যান্সে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এ ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

এই পারফরম্যান্সের মাধ্যমে পেনাল্টি ছাড়া করা গোলের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। এখন তাঁর পেনাল্টিবিহীন গোল সংখ্যা ৭৬৪টি, যেখানে রোনালদোর রয়েছে ৭৬৩টি।

তবে ম্যাচের শুরুটা ছিল ইন্টার মায়ামির জন্য হতাশাজনক। রেড বুল অ্যারেনায় ১৪ মিনিটে গোল করে নিউইয়র্ককে এগিয়ে দেন আলেক্সান্ডার হেক। তবে মাত্র ১০ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরান জর্দি আলবা, যিনি মেসির এক দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোলটি করেন। বক্সের বাইরে থেকে মেসির সেই পাসে যেন তিনজন ডিফেন্ডারও দিশেহারা হয়ে পড়েন।

ম্যাচের প্রথমার্ধেই মায়ামি আরও দুই গোল পায়। ২৭ মিনিটে ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তেলাসকো সেগোভিয়া জোড়া গোল করেন। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে দেখা যায় মেসির একক প্রদর্শনী। ৬০ মিনিটে সের্হিও বুসকেতসের দারুণ এক পাস ধরে ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে নিজের প্রথম গোলটি করেন তিনি। এরপর ৭৫ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মেসি।

এই ম্যাচের মাধ্যমে মেসি আরও একটি রেকর্ড গড়েছেন। ২০০৭ সাল থেকে শুরু করে টানা ১৯টি ক্যালেন্ডার বছরে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন তিনি—বার্সেলোনা, পিএসজি এবং এখন ইন্টার মায়ামির হয়ে।

এ জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ৫ম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দলটি ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে অর্জন করেছে ৪১ পয়েন্ট। তাদের ওপরে থাকা চারটি দলই তিনটি করে বেশি ম্যাচ খেলেছে। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভিল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ