ফুটবল

একের পর এক আঘাত, লঙ্কান গোলপোস্টে ঝড় তুলল লাল-সবুজ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ২১:৩৩:২১
একের পর এক আঘাত, লঙ্কান গোলপোস্টে ঝড় তুলল লাল-সবুজ
ছবিঃ সংগৃহীত

বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ ম্যাচে জোড়া গোল করেন পূজা রানী। বাকি তিনটি গোল করেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা এবং আফঈদা।

প্রথমার্ধের শুরুটা কিছুটা অগোছালো ছিল লাল-সবুজ দলের জন্য। আক্রমণের চেষ্টায় থাকলেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। বরং সপ্তম মিনিটে শ্রীলঙ্কা একটি ভালো সুযোগ তৈরি করেছিল। তবে গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালীর দৃঢ়তায় তা ব্যর্থ হয়।

১৪ মিনিটে গোলের একটি ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন কানন রানী, বল চলে যায় রুমা আক্তারের কাছে; তবে লঙ্কান গোলরক্ষক থারুশিকা ডি ডোডামগোডে তা রুখে দেন।

অবশেষে ২৪তম মিনিটে কানন রানী বাহাদুরের দুর্দান্ত শটে প্রথম গোল পায় বাংলাদেশ। এরপর ৪৫তম মিনিটে তৃষ্ণার একটি শট পোস্টে লাগলে ফিরতি বলে পূজা রানী গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ নারী দল আরও আক্রমণাত্মক খেলতে থাকে। ৭৩ মিনিটে পূজা রানী নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ৮৬ মিনিটে তৃষ্ণা এবং ইনজুরি টাইমে পেনাল্টি থেকে আফঈদা গোল করে জয় নিশ্চিত করেন।

৫-০ ব্যবধানে জয় দিয়ে প্রীতি ম্যাচ শেষ করল বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচটিতে আক্রমণ, নিয়ন্ত্রণ এবং ফিনিশিং—সবদিকেই বাংলাদেশ এগিয়ে ছিল। এই জয় ভবিষ্যতের জন্য দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ