রংপুর রাইডার্সের স্বপ্নভঙ্গ, গায়ানার হাতে শিরোপা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ০৯:৩২:০৩
রংপুর রাইডার্সের স্বপ্নভঙ্গ, গায়ানার হাতে শিরোপা
জিএসএলে রংপুর রাইডার্সের উইকেট উদযাপন। ছবিঃ সমকাল

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের শিরোপা এবার উঠেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ঘরে। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়া রংপুর রাইডার্স এবারও ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে পারেনি নুরুল হাসান সোহানের দল। শনিবার ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা হেরে যায় ৩২ রানের ব্যবধানে।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শুরুতেই এভিন লুইসকে হারালেও জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ দারুণ জুটি গড়েন। চার্লস করেন ৪৮ বলে ৬৭ রান; ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও একটি ছক্কায়। অন্যদিকে গুরবাজ ৩৮ বলে করেন ৬৬ রান, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। এই দুই ব্যাটার মিলে গড়েন ১২৭ রানের জুটি।

শেষদিকে রোমারিও শেইফার্ড ৯ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে গায়ানার রানকে নিয়ে যান ১৯৬-এ। শেরফান রুদারফোর্ডও যোগ করেন মূল্যবান ১৯ রান। রংপুরের হয়ে বোলিংয়ে ছিলেন খালেদ আহমেদ, তবে ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে রংপুর শুরুতেই চাপে পড়ে যায়। মাত্র ২৯ রানেই তারা হারায় ৩ উইকেট—ইব্রাহিম জাদরান (৫), সৌম্য সরকার (১৩) এবং কাইল মেয়ার্স (৫)। এরপর সাইফ হাসান ও ইফতিখার আহমেদ ৭৩ রানের জুটি গড়ে কিছুটা লড়াই করেন। সাইফ করেন ২৬ বলে ৪১ রান এবং ইফতিখার ২৯ বলে ৪৬ রান করেন।

তবে সেই জুটি ভাঙার পর আর কেউ তেমন লড়াই করতে পারেননি। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন কিছুটা চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। ১৭ বলে ৩০ রান করলেও দল থেমে যায় ১৬৪ রানে। ১ বল হাতে রেখেই অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স।

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া ইমরান তাহির ও গুদাকেশ মতি নেন ২টি করে উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়েই শিরোপা উঠে গায়ানার ঘরে। রংপুরের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয় হতাশায়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ