রুশ প্রেসিডেন্ট পুতিনের হেলিকপ্টারে ড্রোন হামলা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ২১:৪২:২২
রুশ প্রেসিডেন্ট পুতিনের হেলিকপ্টারে ড্রোন হামলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী একটি হেলিকপ্টারের ওপর ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এমন বিস্ফোরক দাবি করেছেন রাশিয়ার এয়ার ডিফেন্স বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরি দাশকিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তের কাছাকাছি অঞ্চল দিয়ে উড়ে যাওয়ার সময় প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকা একটি হেলিকপ্টার বহরকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠানো হয়। যদিও ড্রোনটি হেলিকপ্টার বহরের কাছাকাছি আসার আগেই ধ্বংস করে ফেলা হয় বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ইউরি দাশকিন বলেন, “রাডার সিস্টেমে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর গতিবিধি শনাক্ত করা হয়, যা পুতিনের হেলিকপ্টার বহরের দিকে অগ্রসর হচ্ছিল। আমাদের প্রতিরক্ষা ইউনিট দ্রুত ব্যবস্থা নিয়ে সেটিকে মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়।”

তিনি আরও দাবি করেন, ইউক্রেনের সামরিক গোয়েন্দা ইউনিট থেকেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি এবং রাষ্ট্রপতির সফরসূচিও ব্যাহত হয়নি বলে জানান তিনি।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে ইউক্রেন আগেও রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে।

বিশ্লেষকরা বলছেন, যদি এই দাবি সত্য হয়, তবে এটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে একটি বড় ধরনের উত্তেজনাকর মোড় নিতে পারে। কারণ এই প্রথমবারের মতো সরাসরি পুতিনকে লক্ষ্য করে হামলার অভিযোগ আসছে।

রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে মস্কোয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ