বাংলাদেশের দুর্দান্ত জয়, পাকিস্তানকে হারিয়ে টি-২০ সিরিজ নিশ্চিত

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ২১:৫৫:১২
বাংলাদেশের দুর্দান্ত জয়, পাকিস্তানকে হারিয়ে টি-২০ সিরিজ নিশ্চিত
ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এই রানকে বড় স্কোর বানিয়ে তোলে বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপর ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেও তারা পৌঁছাতে পারেনি জয়ের কাছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ৮ রানের দারুণ এক জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ নিজেদের করে নেয়।

মঙ্গলবার (২২ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণকালীন একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে ম্যাচটি শুরু হয়। এদিন একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। বিশ্রামে থাকা তানজিদ তামিমের জায়গায় ওপেনিংয়ে নাঈম শেখকে খেলানো হয়। আগের ম্যাচে চারে ব্যাট করে ভালো করা জাকের আলীকে এবার ওপেনিং থেকে সরিয়ে আনা হয় পুরনো ব্যাটিং পজিশনে। কিন্তু কেউই সুবিধা করতে পারেননি।

নাঈম শেখ মাত্র ৩ রানে ফেরেন। অধিনায়ক লিটন দাস করেন মাত্র ৮ রান। এরপর রান আউট হয়ে শূন্য রানে ফেরেন তাওহীদ হৃদয়। ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ইমনও ১৩ রানে আউট হন।

সেখান থেকে দলের হাল ধরেন জাকের আলী ও শেখ মেহেদি। তারা দুজনে মিলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়েন। মেহেদি ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন, যাতে ছিল দুটি চার ও দুটি ছক্কা। এরপর শামীম পাটোয়ারি ১ রান করে বোল্ড হন। তবে জাকের আলী শেষ পর্যন্ত দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তিনি ৪৮ বলে ৫৫ রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও একটি চার। শেষদিকে তানজিম যোগ করেন ৭ রান, আর রিশাদ হোসেন করেন ৮ রান।

লক্ষ্য খুব বড় না হলেও দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের রাশ হাতে নেয় বাংলাদেশ। মাত্র ১৫ রানে পাকিস্তানের প্রথম পাঁচ উইকেট তুলে নেয় টাইগাররা। যদিও ফাহিম আশরাফ লড়াই করে ম্যাচ জমিয়ে তোলেন। তবে শেষ পর্যন্ত তিনি দলকে জেতাতে পারেননি। ৮ রানের জয় নিয়ে বাংলাদেশ নিশ্চিত করে তিন ম্যাচের সিরিজ।

এই জয় বাংলাদেশের টি-২০ ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এখন শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও, লাল-সবুজের দল চাইবে হোয়াইটওয়াশ করে সিরিজটা আরও স্মরণীয় করে তুলতে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ