ইশরাককে মেয়র ঘোষণায় আইনি ধোঁয়াশা!

সত্য নিউজ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের দায়ের করা নির্বাচনী মামলার প্রেক্ষিতে বিচারিক আদালতের রায়ের পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ে মতামত নিতে আইন ও বিচার বিভাগের কাছে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন। ‘মতামত প্রদানসংক্রান্ত’ শিরোনামের এ চিঠিতে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হলেও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্ত সিটি করপোরেশন আইন ২০০৯-এর ধারা ৬ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণে কোনো আইনি জটিলতা সৃষ্টি করতে পারে কি না, তা জানাতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, মামলায় নির্বাচন কমিশন বিবাদী হলেও তা যথাযথভাবে প্রতিদ্বন্দ্বিতা করেনি, ফলে একতরফা রায় হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, মামলার আরজি সংশোধন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের একটি রায় থাকা সত্ত্বেও নির্বাচনী ট্রাইব্যুনাল তা আমলে নেয়নি। বর্তমানে এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদনও চলমান রয়েছে।
তদুপরি, চিঠিতে বরিশাল সিটি করপোরেশনের একটি সমপ্রসঙ্গ মামলা তুলে ধরা হয়, যেখানে পরাজিত মেয়র প্রার্থীর আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে মামলার ফলাফলের ভিন্নতা এবং তার পরবর্তী আইনি ব্যাখ্যা ও প্রতিক্রিয়া কতটা সুনির্দিষ্ট ও সামঞ্জস্যপূর্ণ।
এ ছাড়া মেয়রদের মেয়াদকাল সম্পর্কেও আইনি জটিলতা থেকে যায় কিনা—সেটি নিরূপণ করতেও আইন ও বিচার বিভাগের মতামত চাওয়া হয়েছে। সামগ্রিকভাবে, বিষয়টি শুধু একক একটি মামলা নয়, বরং স্থানীয় সরকার ব্যবস্থার স্বচ্ছতা, নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও সংবিধানগত ন্যায়বিচারের প্রশ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- রেলওয়ের আয় ১ টাকা, খরচ ২.৫!নৈপথ্যে কারন?
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- শেয়ার বাজারে স্বরণকালের বড় ধ্বসঃ নেপথ্যে কি?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব