‘আওয়ামী লীগ ফিরলে ৪ কোটি তরুণ বাঁচবে না’: এনসিপি নেতার দাবি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২১:৫৩:৪৩
‘আওয়ামী লীগ ফিরলে ৪ কোটি তরুণ বাঁচবে না’: এনসিপি নেতার দাবি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, দেশে ফ্যাসিবাদ ও দমননীতির বিরুদ্ধে নতুন করে ঐক্য গড়ে তুলতে হবে। কুমিল্লা থেকে এই পরিবর্তনের সূচনা হবে বলে মত দিয়েছেন তারা। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক শোকসভায় এ কথা বলেন এনসিপির নেতারা।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে দেশের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।” তিনি অভিযোগ করেন, “বাংলাদেশে উন্নয়নের নামে কুমিল্লা সবসময় অবহেলিত থেকেছে। এখানকার আর্থ-সামাজিক অগ্রগতি হয়েছে ব্যক্তি উদ্যোগে, রাষ্ট্রীয় সহায়তা ছিল না।” তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করার মাধ্যমে কৌশলে বৈষম্য চালিয়ে গেছে সরকার।

তিনি আরও দাবি করেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্টে পরিণত করা হবে।” এছাড়া সাম্প্রতিক একটি দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মাইলস্টোনে দুর্ঘটনার তদন্ত চাই, সরকারকে জবাবদিহি করতে হবে। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি, আহতদের সুচিকিৎসার দাবিও জানাচ্ছি।”

সভায় আরও বক্তব্য রাখেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম, যিনি বলেন, “পরাজিত শক্তি গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এনসিপি সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।” তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান।

সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, “ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চাঁদাবাজি আর দমননীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

যুব উইংয়ের আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম অভিযোগ করেন, “শেখ হাসিনার কুমিল্লার প্রতি বিরূপ মনোভাবের কারণে আজও কুমিল্লা বিভাগ হয়নি।” তিনি দাবি করেন, “কুমিল্লা থেকে বাকশালের পতন ঘটেছে, তাই সরকার কুমিল্লাকে সবসময় ভয় পায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সামান্তা শারমীন, জয়নাল আবেদীন শিশিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

শোকসভা শুরুর আগে টমছমব্রিজ থেকে শুরু করে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে পদযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ