'জুলাই সনদ' আদায় নিয়ে নাহিদ ইসলামের নতুন ঘোষণা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৬:৪৩:৩৭
'জুলাই সনদ' আদায় নিয়ে নাহিদ ইসলামের নতুন ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে চলমান রাজনৈতিক ও সামাজিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জাতীয় সংস্কার, বিচারের নিশ্চয়তা এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা। তিনি জানান, এই লক্ষ্যে এনসিপি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং আগামী ৫ আগস্টের মধ্যেই 'জুলাই সনদ' বাস্তবায়নের প্রতিশ্রুতি আদায়ে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউজে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, “এখন আর সংস্কার কেবল এনসিপির একক দাবি নয়। দেশের বিভিন্ন রাজনৈতিক দলও এখন নিজেদের অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে সংস্কারের পক্ষে সক্রিয় ভূমিকা নিচ্ছে।”

তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া বরাবরই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক সাহসী ও বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে সামনে থেকেছে। শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, ২০২১ সালের মোদীবিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এ জেলার মানুষ শহীদ হয়েছেন। ইতিহাসে এ অঞ্চলের ত্যাগ ও প্রতিরোধ গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন।

নেতারা সবাই বলেন, এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি একটি গণতান্ত্রিক চেতনার সংগ্রাম। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের পথ উন্মোচিত হবে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ