‘ভাবি ভাবি’ শ্লোগানে মুখর এনসিপির রাজবাড়ীর পথসভা!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৮ ১১:২১:৪৪
‘ভাবি ভাবি’ শ্লোগানে মুখর এনসিপির রাজবাড়ীর পথসভা!
গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা। ছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এক বিশাল পথসভা আয়োজন করে। হাজারো মানুষ, নারী-পুরুষ নির্বিশেষে, এই পথসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রাজবাড়ীর রাজপথ জুড়ে উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক উদ্দীপনা লক্ষ করা যায়। সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা খালেদ সাইফুল্লাহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষভাবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, যিনি ব্যক্তিগতভাবে রাজবাড়ীর পুত্রবধূ এবং এই জেলাকে নিজের ভালোবাসার জায়গা বলে উল্লেখ করেন।

সভা সঞ্চালনায় ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্যের শুরুতেই তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগানের আহ্বান জানান, যা মুহূর্তেই জনতার কণ্ঠে সাড়া ফেলে। “আমাদের সেরা ভাবি কে?”, “অক্সফোর্ডের ভাবি, মেডিকেলের ভাবি, রাজবাড়ীর ভাবি”—এইসব স্লোগানে গোটা সভাস্থল মুখর হয়ে ওঠে। এতে রাজনৈতিক পরিবেশে আবেগ ও আত্মীয়তার এক অনন্য মিশেল তৈরি হয়।

তাসনীম জারা তাঁর বক্তব্যে বলেন, “আমি রাজবাড়ীর পুত্রবধূ, আমার শ্বশুরবাড়ি মানেই আমার বাড়ি। এখানকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি অভিভূত। বারবার এখানে আসতে মন চায়।” তিনি আরও বলেন, রাজবাড়ী একটি সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুযোগ থেকে বঞ্চিত। বিশেষভাবে তিনি রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরে বলেন, “জাতীয় নাগরিক পার্টি এসব বৈষম্য দূর করতে চায়। আমরা শুধু প্রতিশ্রুতি দিতে আসিনি, আমরা এসেছি মানুষের জীবনের বাস্তব সংকটকে রাষ্ট্রীয় অগ্রাধিকারে তুলে ধরতে।”

সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “রাজবাড়ী শুধু একটি জেলা নয়, এটি আমাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আমরা দেশের প্রতিটি জেলায় পদযাত্রার মাধ্যমে জনগণের সঙ্গে সংযোগ তৈরি করছি। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই কোনো এলিট ক্লাবের বিষয় নয়—এটি জনগণের কাজ, এবং সেই কাজ এনসিপি করছে।” তিনি বলেন, “এই পদযাত্রা একটি নতুন রাজনৈতিক চেতনার সূচনা করছে, যেখানে জনগণের দুর্ভোগ নয়, সমাধানই হবে রাজনীতির মূল লক্ষ্য।”

পথসভায় স্থানীয় নেতারা শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা ও প্রশাসনিক সুবিধা বঞ্চনার বিষয়ে বক্তব্য রাখেন। তাঁরা অভিযোগ করেন, রাজবাড়ী সবসময় উন্নয়ন পরিকল্পনায় উপেক্ষিত থেকেছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়, এই ধরনের জেলাগুলোকে উন্নয়নের মূলস্রোতে আনাই হবে তাদের রাজনৈতিক দায়িত্ব।

তাসনীম জারার বক্তব্য এবং উপস্থিতি ছিল রাজনৈতিক নেতৃত্বে নারীর সক্ষমতার প্রতীক। তিনি ছিলেন আবেগপ্রবণ, তবে বক্তব্যে ছিল কাঠামোবদ্ধ স্পষ্টতা, স্থানীয় সমস্যার প্রতি গভীর উপলব্ধি এবং সমাধানের সাহসী প্রতিশ্রুতি। তাঁর কণ্ঠে আত্মপরিচয়, জনগণের সঙ্গে সংযোগ এবং নেতৃত্বের দায় স্পষ্ট হয়ে ওঠে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ