“হামলা করেও আমাদের পদযাত্রা থামাতে পারেনি”—নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১৯:৫০:১২
“হামলা করেও আমাদের পদযাত্রা থামাতে পারেনি”—নাহিদ ইসলাম
রাজবাড়ী শহরের রেলগেটে আয়োজিত পথসভা ছবিঃ সমকাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে হামলার মাধ্যমে কেউ কেউ ভেবেছিল, এনসিপির পদযাত্রা থেমে যাবে। তবে সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “তারা ভেবেছিল সহিংসতা ঘটিয়ে সারা দেশে আতঙ্ক ছড়াবে, মানুষ আর আমাদের কর্মসূচিতে আসবে না। কিন্তু মানুষ এখনও আছে, এবং থাকবে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেটে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। পদযাত্রার অংশ হিসেবে এই সভায় নাহিদ ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। গণ-অভ্যুত্থানের পর যে ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, তা বাস্তবায়নে আমাদের এই লড়াই।”

তিনি আরও বলেন, “এই লড়াই একমুখী নয়, বহু দিক থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই আমরা ৩ আগস্ট শহীদ মিনারে সমবেত হওয়ার ডাক দিচ্ছি। সেখান থেকেই এগিয়ে যাবো সামনে।”

সমস্যার মূলে পৌঁছানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সমস্যা না জানলে সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব নয়। এজন্য আমরা সারা দেশে ঘুরে মানুষের সমস্যাগুলো জানার চেষ্টা করছি। আমাদের রাজনীতি সমস্যার বাস্তব সমাধানে বিশ্বাসী।”

নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে যদি সশস্ত্র হামলা না হতো, তাহলে সেখানে আজকের মতোই বিপুল মানুষ সমবেত হতো। শুধু রাজবাড়ী নয়, গোপালগঞ্জেও মানুষ আমাদের বার্তা শুনতে চায়। আমাদের দলে এমন বহু মেধাবী তরুণ রয়েছেন, যারা শুধু এনসিপি নয়—সমগ্র বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরছেন।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ