চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১৭:৫৯:৩১
চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘ডেমোক্রেসির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আজ গণতন্ত্রের বদলে নৈরাজ্য, সহিংসতা ও পেশিশক্তির দাপট চলছে। তিনি বলেন, “আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু দেশে প্রতিষ্ঠা পেয়েছে মবোক্রেসি।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার কারণেই সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে, তারা কারা? তারা সাহস পাচ্ছে কীভাবে? এর উত্তর হলো সরকার এদের প্রশ্রয় দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত, আর সরকার তাদের ব্যর্থতা আড়াল করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে।”

তিনি দাবি করেন, সরকারের কিছু অংশ বিএনপিকে দুর্নামের ঘেরাটোপে ফেলতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ঘটনা ঘটাচ্ছে। “এদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে গণতন্ত্রবাদীদের সরিয়ে দিয়ে আবারও ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটানো,” বলেন বিএনপির এ নেতা।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি কখনোই তার বিরুদ্ধে অবস্থান নেয়নি, বরং সফলতা কামনা করে সব ধরনের সহযোগিতা করেছে। কিন্তু আজ সেই সরকার নিজেদের নিরপেক্ষতা প্রমাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচন যেন সারা বিশ্বের কাছে একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর জন্য আমরা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে প্রস্তুত।”

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নাইটিঙ্গেল মোড়, প্রেসক্লাব ও শাহবাগ হয়ে শেষ হয়।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ