"সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে ঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ"

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ২০:২৯:৩৮
"সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে ঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ"
শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তারা দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা যেন কলেজে ভর্তির সুযোগ পান—এই নিশ্চয়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে সকালে ঢাকার বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তারা বিক্ষোভে অংশ নেন। দুপুরের দিকে সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা করলে পুলিশের বাধায় পড়তে হয় তাদের।

বিক্ষোভকারীদের মূল দাবি—যত দ্রুত সম্ভব সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে তারা এক শিক্ষাবর্ষ পিছিয়ে না যান। সেই সঙ্গে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের যেন পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হলেও যেন ভর্তি নিয়ে তারা বঞ্চনার শিকার না হন, সেই দাবি জোরালোভাবে তুলে ধরেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন বোর্ডে প্রশ্নের মান এবং জটিলতার পার্থক্য ছিল। এমসিকিউ ও সিকিউ অংশে আলাদা করে পাশের নিয়ম না রেখে সম্মিলিতভাবে পাশ বিবেচনার দাবিও জানান তারা। তাদের মতে, পৃথকভাবে পাশের বাধ্যবাধকতা অনেকের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এ বছর প্রায় ৬ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে—এই তথ্য তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, “এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ব্যর্থ হওয়া মানে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়া। এই সমস্যার দ্রুত সমাধানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ