ডেভিল রানীর নির্দেশেই গোপালগঞ্জে রক্তপাত: সোহেল তাজ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১৭:৪৪:০৪
ডেভিল রানীর নির্দেশেই গোপালগঞ্জে রক্তপাত: সোহেল তাজ

গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে চালানো হামলার জন্য সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ‘ডেভিল রানী’ অভিহিত করেন এবং ওই হামলার পেছনে তাঁর নির্দেশ থাকার আশঙ্কা প্রকাশ করেন।

সোহেল তাজ লিখেছেন, “আমি মনে করি, ১৬ জুলাই গোপালগঞ্জে যে রক্তক্ষয়ী হামলা হয়েছে, তার প্রকৃত উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের মূল নেতৃত্ব (নাহিদ, সারজিস, হাসনাত ও জারা)-কে নির্মূল করার এক হীন পরিকল্পনা। আমি অবাক হবো না, যদি এই আক্রমণের নির্দেশ স্বয়ং ডেভিল রানী নিজেই দিয়ে থাকেন।”

প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনায় তিনি বলেন, “এই মানুষটির (হাসিনা) মধ্যে আত্মসমালোচনা বা অনুশোচনার ছিটেফোঁটাও নেই। বরং গণহত্যা, গুম, হত্যা, দমনপীড়ন চালিয়ে, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে প্রায় ধ্বংস করে ফেলেছে। এখন নিজেই পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি অভিযোগ করেন, সারা দেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় হামলা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) দুপুরের পর থেকে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। শান্তিপূর্ণ কর্মসূচির জন্য জনসমাগম শুরু হওয়ার কিছু সময় পর, আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ সমাবেশস্থল ঘিরে ফেলেন এবং পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং সাংবাদিক, সাধারণ পথচারী ও পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এনসিপির দাবি, এটি ছিল পূর্বপরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সরকারদলীয় ক্যাডারদের হাতে সংঘটিত গণহত্যা। দলটি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ জেলা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে।

গণআন্দোলনের মুখে গোপালগঞ্জের মতো একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় এমন সহিংসতার ঘটনায় দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে, সোহেল তাজের মতো সাবেক একজন মন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করায় এই ইস্যু রাজনৈতিক অঙ্গনে আরও চাঞ্চল্য সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ