সেপ্টেম্বরে ট্রাম্পের পাকিস্তান সফর!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১৮:১০:৪৪
সেপ্টেম্বরে ট্রাম্পের পাকিস্তান সফর!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফর করতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানের দুটি টেলিভিশন সংবাদমাধ্যম। ঘনিষ্ঠ সূত্রের বরাতে বৃহস্পতিবার প্রচারিত সেই খবরের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের এ সফর বাস্তবায়িত হলে তা হবে দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান ভ্রমণ। সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসলামাবাদ সফর করেছিলেন। নতুন এ সফরের সম্ভাব্যতা পাকিস্তান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মোড় হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

পাকিস্তানি টিভি চ্যানেলগুলোর দাবি অনুযায়ী, ট্রাম্প ইসলামাবাদ সফরের পর ভারতেও যাবেন। যদিও এ সফরের আনুষ্ঠানিক সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ভারত সফরটি কোয়াড জোটের শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে হতে পারে, যদিও এ সম্মেলনের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

ট্রাম্পের সম্ভাব্য এ সফরের পটভূমিতে রয়েছে এক সাম্প্রতিক ঘটনার তাৎপর্যপূর্ণ ছায়া। সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এক অপ্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠককে দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘ সময় ধরে কিছুটা শীতল সম্পর্কের পর এমন উচ্চ পর্যায়ের যোগাযোগ কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তবে এখন পর্যন্ত ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেনি। দূতাবাসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, “আমাদের এ মুহূর্তে ঘোষণার মতো কোনো তথ্য নেই। প্রেসিডেন্টের সফরসূচি নিয়ে নিশ্চিত তথ্য কেবল হোয়াইট হাউস থেকেই পাওয়া যাবে।” এ বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ও মন্তব্য করতে রাজি হয়নি।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ