"নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করা যাবে না: মির্জা ফখরুল"

 অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ২০:১৩:০৯
"নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করা যাবে না: মির্জা ফখরুল"
ফাইল ছবি

নতুন বাংলাদেশ গঠনের সম্ভাবনা যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। 'জুলাই আন্দোলনে' শহীদ শিক্ষার্থীদের স্মরণে এ সভার আয়োজন করে ছাত্রদল।

মির্জা ফখরুল বলেন, “যদিও ফ্যাসিবাদী শক্তির বিদায় হয়েছে, কিন্তু গণতন্ত্রকে রুখে দেওয়ার নানা ষড়যন্ত্র এখনো চলছে। জাতীয় নেতা তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় কথা বলা হচ্ছে, কারণ তারা ভয় পাচ্ছে। তারেক রহমানই এই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের গণআন্দোলনের পর ২০২৪ সালের জুলাইয়ে আবারও নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এই বিজয়ের কৃতিত্ব কারও একার নয়—এটি দেশের সাধারণ মানুষের, যারা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য রাজপথে নেমেছিলেন।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সরকার বিএনপিকে উত্তেজিত করে ফাঁদে ফেলতে চায়। আমরা সেই ফাঁদে পা দেব না। লন্ডনে আলোচনার পর থেকেই নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের উচিত ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা।”

দেশের গুরুত্বপূর্ণ অর্জনগুলো বিএনপির হাত ধরেই এসেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “বিএনপি রাজনৈতিক সংস্কার ও ঐক্য গঠনের জন্য কাজ করছে। আমরা বহু আগেই বুঝেছিলাম, দেশকে যেখানে নামিয়ে আনা হয়েছিল, সেখান থেকে রক্ষা করার জন্য একটা বড় পরিবর্তন দরকার।”

ছাত্রদলের আন্দোলনে শহীদ ১৪২ জন নেতাকর্মীর নাম এখনো সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি জানিয়ে ফখরুল বলেন, “এটি দলের শীর্ষ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। যারা আহত হয়েছেন তারাও পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না—সরকারের প্রতি আমি অনুরোধ জানাই, এ বিষয়ে তারা যেন দায়িত্বশীল আচরণ করে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ