"পরাজয় এড়াতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে একটি ইসলামি দল"

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১৮:৩৪:৫১
"পরাজয় এড়াতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে একটি ইসলামি দল"

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান অভিযোগ করেছেন, দেশের জাতীয় রাজনীতি ক্রমশ জটিল ও ঘোলাটে হয়ে উঠছে, যার পেছনে রয়েছে একটি বিশেষ ইসলামি রাজনৈতিক দলের কৌশলী অপচেষ্টা। তিনি বলেন, ঐ দলটি আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের অনিবার্য পরাজয় আঁচ করতে পেরে এখন বিএনপিকে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে দুর্বল করার ষড়যন্ত্রে নেমেছে।

বুধবার দিবাগত রাতে স্কটল্যান্ডের এডিনবরায় ‘দি প্যালেস’ অভিজাত হোটেলে স্কটল্যান্ড বিএনপি ও মৌলভীবাজার প্রবাসীদের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোহিত খান বাদশা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া। এতে আরও বক্তব্য রাখেন আব্দুল মিয়া লিটন, তাজুল ইসলাম নান্না, মোছাব্বির মিয়া, মনোয়ার পারভেজ জুয়েল, লেবাছ মিয়া, মামুনুর রশিদ মামুন, সাদিকুর রহমান সাদিক, সোলাইমান মিয়া, মো. সানি, হারুন মিয়া, মাসুম মিয়া, নাহিদ আহমেদ, শাহান আহমেদ, জায়েদ আহমেদ, শামীম আহমেদ প্রমুখ।

নাসের রহমান বলেন, “ওই ইসলামি দল জানে তাদের আসন সংখ্যা কতটা সীমিত হতে পারে। জনগণও সেটা জানে। তাই তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিএনপিকে ঘায়েল করার জন্য মিথ্যা ও কুৎসা রটনায় ব্যস্ত।” তিনি আক্ষেপ করে বলেন, “এই অপপ্রচারের বিরুদ্ধে জোরালোভাবে রুখে দাঁড়ানোর মতো রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ এখনও দেখা যাচ্ছে না।”

তার মতে, ইসলামি দলের প্রকৃত ভোটব্যাংক ১০ থেকে ১৫ শতাংশের বেশি নয়, অথচ তারা এই ক্ষুদ্র জনসমর্থনের বিপরীতে অতিরিক্ত রাজনৈতিক দাবি তুলছে, যা জনগণের মধ্যেও প্রশ্নের জন্ম দিয়েছে।

নাসের রহমান আরও দাবি করেন, “জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় নিহত ১,৪০০ ছাত্র-জনতার হত্যাকাণ্ডের দায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ মহল কোনোভাবেই এড়াতে পারে না। বিবিসি ইতোমধ্যে শেখ হাসিনার অডিও নির্দেশনার সত্যতা যাচাই করেছে। এমনকি তৎকালীন আইজিপিও এখন এ ঘটনার সাক্ষী হিসেবে সামনে এসেছেন।”

তিনি বলেন, “দেশবাসী প্রত্যাশা করছে যে, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হবে। এই দাবি এখন সময়েরই অনিবার্যতা।” তাঁর ভাষায়, “পুনর্গঠনের (রিফর্মস) প্রক্রিয়া ইতোমধ্যেই এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে বাস্তবায়নের পথে।”

সবশেষে নাসের রহমান অভিযোগ করেন, ইসলামি দলগুলোর একটি প্রভাবশালী গোষ্ঠী রাজনৈতিকভাবে বিএনপিকে আক্রমণ না করে চরমোনাইয়ের পীরকে সামনে রেখে কৌশলে বিরূপ বক্তব্য প্রচার করছে। “মূল রাজনৈতিক দলটি চরমোনাই পীরকে ঢাল হিসেবে ব্যবহার করে সরাসরি না বলেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গারে লিপ্ত। এতে রাজনীতির পরিবেশ আরও ঘোলাটে হয়ে উঠছে।”

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ