মিটফোর্ড হত্যাকাণ্ডে গুজবের নেপথ্যে জামায়াত, ক্ষমা চাওয়ার দাবি মুরাদের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১৬:৪০:৪৭
মিটফোর্ড হত্যাকাণ্ডে গুজবের নেপথ্যে জামায়াত, ক্ষমা চাওয়ার দাবি মুরাদের

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, “যারা ষড়যন্ত্রের রাজনীতি করে, ইতিহাস সাক্ষ্য দেয়—তারা শেষ পর্যন্ত রাজনীতি থেকে হারিয়ে যায়।”

বৃহস্পতিবার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিস থেকে শুরু হয়ে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হওয়া যুবদলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মুরাদ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় জামায়াত-শিবির ও তাদের মিত্রদের অপতৎপরতা বাড়ছে। বিশেষ করে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে গুজব ছড়ানোর দায় জামায়াতের ওপর চাপিয়ে তিনি বলেন, “এই অপপ্রচারের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে।”

মুরাদ আরও বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডকে রাজনৈতিক রূপ দিতে জামায়াত ও তার অনুসারীরা উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। অথচ তদন্তে স্পষ্ট হয়েছে, এটি কোনো রাজনৈতিক হত্যা নয় বরং ব্যবসায়িক বিরোধের জের। “সন্ত্রাসীদের কোনো দল থাকে না, কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম কিছু গোষ্ঠী রাজনৈতিকভাবে তা ব্যবহার করতে চাইছে,”—বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের আগে আয়নায় নিজেদের মুখ দেখা উচিত। স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা এখনও জাতি ভোলেনি। যারা এখন বিএনপির ইতিহাস প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা ভুলে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান, খালেদা জিয়ার ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কথা।

তিনি বলেন, “জামায়াত-শিবিরের কোনও জনপ্রিয়তা নেই। তারা বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে নির্বাচন বিলম্বিত করতে চায়। কিন্তু অতীতের মতো এবারও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, জেলা নেতা হাজী দেলোয়ার হোসেন মাসুম, মোকাররম হোসেন সাজ্জাদ, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরি টুটুল, মো. সুরুজজামান, তপন মোল্লা, ফজলুল হক বেলায়েতী, ইয়ার মো. ইয়াছিন সরকার শাওন, ইশতিয়াক আহম্মেদ ফারুক, শহিদুল ইসলাম শহীদ ও তাজুল ইসলামসহ আরও অনেকে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

ট্যাগ: যুবদল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ