শাপলা প্রতীক না দিলে রাজনৈতিক সংঘাতের হুমকি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৪:৫২:০৮
শাপলা প্রতীক না দিলে রাজনৈতিক সংঘাতের হুমকি

নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের জনপ্রিয় নৌকা প্রতীক বাতিল করে সেই জায়গায় ‘শাপলা’ প্রতীক যুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই দাবির কথা জানান দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির নেতারা জানান, তারা আইনি ও সাংগঠনিক দিক বিবেচনায় শাপলা প্রতীক পেতে দৃঢ়প্রতিজ্ঞ।

দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “শাপলার কোনো বিকল্প নেই। প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকায় শাপলা প্রতীক আমাদের প্রাপ্য। তা না দেওয়া হলে আমরা রাজনৈতিকভাবেই এর বিরুদ্ধে লড়াই করব।” তিনি আরও বলেন, “যে দলের নিবন্ধন স্থগিত, তাদের প্রতীক বরাদ্দ বৈধ থাকতে পারে না। সেই জায়গায় নতুন দল হিসেবে আমাদের দাবি যৌক্তিক।”

তিনি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার নিয়েও প্রশ্ন তোলেন। নাসিরউদ্দিন বলেন, “নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই প্রতিষ্ঠান নিরপেক্ষ ও কার্যকরভাবে কাজ করছে— এমন প্রমাণ যাদের রয়েছে, কেবল তাদেরই রাখা যেতে পারে। আইনি কাঠামো সংস্কার করে কমিশনকে জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে প্রতীকের তালিকা থেকে শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই তালিকা ইতোমধ্যেই ভোটের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গত ২২ জুন এনসিপি দলীয়ভাবে নিবন্ধনের আবেদন জমা দেয়, যেখানে তারা শাপলা প্রতীক চায়। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি, যার মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। এমন পরিস্থিতিতে এনসিপি দাবি করছে, যেহেতু অনেক প্রতীক এখন খালি, তাই শাপলা প্রতীক তাদের বরাদ্দ দেওয়া হোক। অন্যথায় বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেই দেখবে দলটি।

নির্বাচন কমিশন এখনো প্রতীক তালিকা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে এনসিপির অবস্থান এবং প্রতীক দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে অন্যান্য নতুন দল ও স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের পছন্দের প্রতীক বরাদ্দের দাবিতে নির্বাচন কমিশনে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ