‘অপারেশন সিন্দুর’ স্থগিত, শেষ নয়: কি বার্তা দিলেন মোদী? 

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১২:০৪:৩৯
‘অপারেশন সিন্দুর’ স্থগিত, শেষ নয়: কি বার্তা দিলেন মোদী? 

সত্য নিউজ:পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর’ শেষ হয়ে যায়নি—এটি কেবল স্থগিত রাখা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কৌশলগত অবস্থানে এক নতুন পালাবদলের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এটি কেবল একটি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং একটি মতবাদগত পরিবর্তন।

পহেলগাম হামলার পর কঠোর প্রতিক্রিয়াজম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের অভ্যন্তরে ভারতের চালানো ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষিতে সোমবার (১২ মে) রাতে জাতির উদ্দেশ্যে ২২ মিনিটের এক ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন,

“পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। কেবলমাত্র তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে এই অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যদি তারা বিভ্রান্ত করে বা পিছু হটে, আমাদের প্রতিশোধমূলক ব্যবস্থা আবারও শুরু হবে।”

প্রতিক্রিয়া নয়, এবার থেকে প্রতিরোধমোদি তাঁর ভাষণে স্পষ্টভাবে জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া এখন আর রক্ষণাত্মক নয়, বরং প্রতিরোধমূলক। তিনি বলেন,

“অপারেশন সিন্দুর কেবল একটি অভিযান নয়, এটি ভারতীয় কূটনীতি ও প্রতিরক্ষা নীতিতে একটি নতুন নীতিগত অবস্থান। ভারত এখন থেকে প্রতিটি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানতে প্রস্তুত থাকবে।”

মনোবলে আঘাত, কৌশলে দাপটমোদি বলেন,

“ভারতের নির্ভুল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ধ্বংস করেনি, বরং তাদের মনোবলেও চূড়ান্ত আঘাত হেনেছে।”তিনি জানান, পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যেন বুঝে নেয়—ভারত এখন আর আগের মতো প্রতিক্রিয়াশীল দেশ নয়, বরং আগাম কৌশল নির্ধারণে সক্ষম শক্তি।

পারমাণবিক ব্ল্যাকমেইলে আর কাজ হবে নাপাকিস্তানের দীর্ঘদিনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ কৌশলকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মোদি বলেন,

“ভারত এমন কোনো হুমকিকে আর আমলে নেবে না, যার আড়ালে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। যেখানেই সন্ত্রাসের ঘাঁটি গড়ে উঠবে, ভারত সেখানে নির্দিষ্ট ও চূড়ান্তভাবে হামলা চালাবে।”

আন্তর্জাতিক প্রেক্ষাপট ও যুদ্ধবিরতির বাস্তবতা‘অপারেশন সিন্দুর’ চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী সংঘর্ষ হয়। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর দু’দিন পর, মোদির এই ভাষণ একপ্রকার কূটনৈতিক ও কৌশলগত পুনর্ব্যাখ্যা হিসেবে ধরা হচ্ছে।

“সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ও হামলাকারীদের মধ্যে কোনো পার্থক্য নয়”সবশেষে মোদি বলেন,

“ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না। তারা একই শত্রু।”

উপসংহারপ্রধানমন্ত্রী মোদির এই ভাষণ ভারতীয় নিরাপত্তা কৌশলে একটি ‘নতুন যুগের সূচনা’ বলে মনে করছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। এটি স্পষ্ট যে, ভবিষ্যতে ভারতের প্রতিক্রিয়া হবে অধিকতর আগ্রাসী, নির্ভুল ও কৌশলগত। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই পরিবর্তন দীর্ঘমেয়াদে নতুন বাস্তবতা সৃষ্টি করতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত