পাবনার সুজানগরে বিএনপির ১০ নেতা-কর্মী বহিষ্কার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১১ ১৬:১৬:১৬
পাবনার সুজানগরে বিএনপির ১০ নেতা-কর্মী বহিষ্কার

পাবনার সুজানগর উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে, যার ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতার অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার (১০ জুলাই) দিনগত রাত ২টার পর দলটির অফিসিয়াল ফেসবুক পেজে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ শেখ, তার ভাতিজা ছাত্রদল নেতা কাউছার, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর খাঁসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সূত্রপাত বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে, সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল এলাকায়। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ শেখের ভাতিজা কাউছার ও তার অনুসারীরা, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মজিবর খাঁয়ের অনুসারী আশিক ও সবুজকে মারধর ও ছুরিকাঘাত করে। প্রতিক্রিয়ায় মজিবর খাঁ ও তার সমর্থকরাও পাল্টা হামলা চালায়। সংঘর্ষ চরমে পৌঁছালে সেখানে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংঘর্ষে জড়িত মোলাম খাঁ ও সুরুজ নামের কয়েকজন ব্যক্তির কোনো সাংগঠনিক পরিচয় নেই এবং তারা বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের কেউ নন। একইসঙ্গে দলীয়ভাবে হুঁশিয়ার করে বলা হয়, বহিষ্কৃতদের সঙ্গে যদি কোনো নেতাকর্মীর যোগাযোগ বা সহায়তা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয় নেতাদের সরাসরি নজরদারিতে ছিল এবং তদন্তের ভিত্তিতেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা পর্যায়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এই ঘটনা বিএনপির সাংগঠনিক অব্যবস্থাপনার বাস্তব প্রতিফলন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। বিশেষ করে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এ ধরনের দলীয় কোন্দল, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রশ্নে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কেন্দ্রীয় বিএনপির দ্রুত ও কড়া সিদ্ধান্ত গ্রহণ দলীয় নিয়ন্ত্রণ ও কাঠামো রক্ষার প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ