সদরপুর ভূমি অফিসে দুর্নীতির অভিযোগে তোলপাড়

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৮:১৪:১৪
সদরপুর ভূমি অফিসে দুর্নীতির অভিযোগে তোলপাড়

ফরিদপুর সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্তর বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ, অসদাচরণ ও হুমকির অভিযোগ উঠেছে। ইউনিয়নের জাকেরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আজগর চোকদার সম্প্রতি ফরিদপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ জমা দেওয়ার তিন সপ্তাহ পার হলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।

আজগর চোকদার জানান, তিনি জরিপের ডাঙ্গী মৌজার ১৯৭৫ নং খতিয়ানের আওতায় তার জমির ভূমি উন্নয়ন কর অনলাইনে দাখিল করার উদ্দেশ্যে চর বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুজিৎ ভক্ত জমি কর বাবদ প্রথমে ১৮ হাজার টাকা দাবি করেন। অর্থনৈতিক অক্ষমতার কথা জানালে তিনি ‘ছাড় দিয়ে’ ১২ হাজার টাকায় নামেন। পরবর্তীতে আবারও অনীহা প্রকাশ করলে ১০ হাজার টাকায় সমঝোতা হয় এবং রশিদ প্রদান করা হয়।

কিন্তু সেই রশিদে দেখা যায়, অনলাইনে জমা হয়েছে মাত্র ৩,৩৮৯ টাকা। বাকি টাকার হিসাব জানতে চেয়ে আজগর চোকদার তার ভাতিজাকে নিয়ে অফিসে গেলে সুজিৎ ভক্ত তার সঙ্গে রুঢ় আচরণ করেন এবং জমির কর পরিশোধের রসিদ বাতিলের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

আজগর চোকদার বলেন, “ভূমি অফিসে সাধারণ মানুষের সঙ্গে এই কর্মকর্তা খুব খারাপ ব্যবহার করেন। সেবা নিতে গেলে তিনি বলেন, সরকারি বেতনে চলে না, কাজ করাতে হলে বাড়তি টাকা দিতে হবে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি শুধু নিজে না, আরও অনেকে এই হয়রানির শিকার হচ্ছেন।”

অভিযোগের বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমি বর্তমানে ঢাকায় ট্রেনিংয়ে আছি। অফিসে ফিরে কাগজপত্র দেখে বিস্তারিত বলতে পারবো।”

অভিযুক্ত ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্ত অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য,

“আজগর চোকদার নিজেই অনলাইনে আবেদন করে ভূমি উন্নয়ন কর জমা দিয়েছেন। আমি কারও কাছ থেকে কোনো টাকা নেইনি। হয়তো ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন।”

তিনি আরও বলেন, “সেবাগ্রহীতাদের সব কাজে আমি যথাসাধ্য সহযোগিতা করি। কোনো দুর্নীতিতে আমি জড়িত নই।”

এ ঘটনায় চর বিষ্ণুপুর ইউনিয়নের আরও অনেক সেবাগ্রহীতা অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ইউনিয়ন ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। অভিযোগ করেও কোনো ব্যবস্থা না হওয়ায় দুর্নীতির পরিবেশ আরও উৎসাহিত হচ্ছে।

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ