'বিএনপির মতে, নতুন করে ৪টি শব্দ যুক্ত হওয়া উচিত'- সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ১৮:২৩:২১
'বিএনপির মতে, নতুন করে ৪টি শব্দ যুক্ত হওয়া উচিত'- সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা ড. সালাহউদ্দিন আহমেদ একগুচ্ছ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রস্তাব ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন। রোববার (২২ জুন) রাজধানীতে অনুষ্ঠিত বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এইসব মন্তব্য করেন।

বিএনপির পক্ষ থেকে প্রস্তাব এসেছে, একজন ব্যক্তি যেন পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন। যদিও মেয়াদ বা ‘বার’-এর নির্দিষ্ট সংখ্যা নিয়ে তারা এখনই চূড়ান্ত অবস্থানে যেতে চাননি, তবে সালাহউদ্দিন জানান,

"আমরা মেয়াদ বা মেয়াদের সংখ্যা নিয়ে তর্কে না গিয়ে, বরং সর্বোচ্চ একটি সময়সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছি। এটি নিয়ে আমাদের দলীয় ফোরামে আরও আলোচনা হবে এবং পরে তা চূড়ান্ত করা হবে।"

বিএনপি আরও জানিয়েছে, সংবিধানের সাংবিধানিক কাউন্সিল গঠন এবং সংসদের উচ্চকক্ষ (সেনেট) গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করবে। এই প্রস্তাব সংবিধানকে আরও অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক করে গড়ে তোলার লক্ষ্যে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই বিষয়ে সালাহউদ্দিন বলেন, "আগামী দুইদিনের মধ্যে দলের অভ্যন্তরীণ ফোরামে এই প্রস্তাবগুলোর ওপর পর্যালোচনা শেষে আমরা তা পুনরায় ঐকমত্য বৈঠকে উপস্থাপন করব।"

বিএনপির অবস্থান অনুযায়ী, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে পূর্বের মূলনীতিতে ফিরে যাওয়ার দাবি আবারও জোরালোভাবে তোলা হয়েছে। তারা সেই সাংবিধানিক কাঠামো চায়, যেখানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’–এর উল্লেখ রয়েছে এবং ধর্মনিরপেক্ষতার ধারণাটি বাদ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন জানান, “বিএনপির মতে, নতুন করে ৪টি শব্দ যুক্ত হওয়া উচিত ‘সাম্য’, ‘মানবিক মর্যাদা’, ‘সামাজিক ন্যায়বিচার’ ও ‘গণতন্ত্র’। এসব মূলনীতি সাংবিধানিকভাবে প্রতিফলিত হওয়া জরুরি।”

তবে এসব বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি বলেও স্বীকার করেন তিনি।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন বলেন, "যদি আমরা রাষ্ট্রীয় অর্থ খরচ করে, ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেও একটি সমঝোতায় পৌঁছাতে না পারি, তবে তা জনমনে হতাশা তৈরি করবে। মানুষ রাজনীতিবিদদের ওপর আস্থা হারাবে, আর তা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।"

তিনি আরও বলেন, “আমরা চাই অন্তত একটি ‘মিনিমাম কনসেনসাস’ হোক। যদি অন্তত একটি মৌলিক জায়গায় সবাই একমত হতে পারি, তাহলে সেটাই হবে একটি বড় অর্জন।”

বিশ্লেষকদের মতে, সালাহউদ্দিনের বক্তব্য এবং বিএনপির প্রস্তাবগুলো বর্তমান রাজনীতিতে একটি নতুন গঠনমূলক সংলাপের সম্ভাবনা সৃষ্টি করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী পদের সীমাবদ্ধতা, সাংবিধানিক কাঠামোতে ধর্ম ও নৈতিকতার প্রশ্ন এবং উচ্চকক্ষ গঠনের মত বিষয়গুলো রাজনৈতিক সংস্কার উদ্যোগকে আরও পরিপক্বতা দিতে পারে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ