রোমান্সে রাজত্ব: বক্স অফিসে নবাগতদের অভাবনীয় সাফল্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১২:০০:০৬
রোমান্সে রাজত্ব: বক্স অফিসে নবাগতদের অভাবনীয় সাফল্য
ছবিঃ সংগৃহীত

মোহিত সুরির রোমান্টিক ড্রামা ‘সইয়ারা’ বক্স অফিসে যেন থামতেই চাইছে না। একদিকে নবাগতদের নিয়ে নির্মিত হলেও, অন্যদিকে এর সাফল্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বলিউডের প্রতিষ্ঠিত সুপারস্টারদের সাম্প্রতিক সিনেমাগুলোকেও। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই চলচ্চিত্র মাত্র ৫ দিনেই ১৩২.২৫ কোটি রুপি আয় করেছে ভারতে, যা এই বছর মুক্তিপ্রাপ্ত অনেক তারকাখচিত ছবিকেও পেছনে ফেলেছে।

প্রথম দিনের ২১.৫ কোটি রুপি আয় থেকে শুরু করে তৃতীয় দিনে রেকর্ড ৩৫.৭৫ কোটি রুপি—সপ্তাহান্তে ‘সইয়ারা’ ঘরে তোলে ৮৪ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারে আরও ১৭.২৫ কোটি যোগ হয়ে ‘সইয়ারা’ মাত্র তিন দিনে বিশ্বের বুকে ১০০ কোটির ঘর অতিক্রম করে। মঙ্গলবার, মুক্তির পঞ্চম দিনে ছবিটি আয় করেছে ২৫ কোটি, যা আগের দিনের তুলনায় সামান্য বৃদ্ধি।

এই ছবির সাফল্য শুধু আর্থিক নয়, বরং বলিউডে নবাগত তারকাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আহান পান্ডে, যিনি অনন্যা পান্ডের চাচাতো ভাই এবং চাঙ্কি পান্ডের ভাগ্নে, এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেছেন। অনীত পাড্ডাও তাঁর অভিনয় দিয়ে সমালোচকদের নজর কেড়েছেন, যিনি এর আগে ‘Big Girls Don’t Cry’ এবং ‘Salaam Venky’-তে অভিনয় করেছেন।

এই বছরের আগের ১০০ কোটির ক্লাবের ছবিগুলোর মধ্যে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ (১২৯.৯৫ কোটি) এবং অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ (১৩৪.৯৩ কোটি) এর চেয়ে ইতোমধ্যেই এগিয়ে গেছে ‘সইয়ারা’। এখন তার পরবর্তী লক্ষ্য হল আমির খানের ‘সিতারে জমিন পার’ (১৬৪.৭৪ কোটি), অজয় দেবগণের ‘রেইড ২’ (১৭৯.৩০ কোটি) এবং ‘হাউসফুল ৫’ (১৯৮.৪১ কোটি) কে টপকানো।

আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা শুধুমাত্র রোমান্টিক ঘরানার চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়-এর রেকর্ড গড়েছে, বরং স্টারকিডদের আগের ডেবিউ ছবিগুলোকেও পেছনে ফেলেছে। যেমন: আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ (৭০ কোটি) এবং জাহ্নবী কাপুর ও ঈশান খট্টর অভিনীত ‘ধড়ক’ (৭৩ কোটি)।

বলিউডে যেখানে প্রায়ই প্রতিষ্ঠিত নামগুলোই সাফল্যের মানদণ্ড, সেখানে ‘সইয়ারা’ যেন এক সিনেম্যাটিক বিপ্লবের বার্তা দিলো—নতুনরাও পারে, যদি গল্প, অভিনয় ও প্রযোজনায় থাকে গুণগত সৌন্দর্য।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ