চকরিয়ায় দুই বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৩

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১২:১৭:৪১
চকরিয়ায় দুই বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৩
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বাস। আজ সকালে ছবি: পুলিশের সৌজন্যে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে তিনজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহন ও আয়ান পরিবহনের দুটি বাস প্রতিযোগিতার মতো পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে সেন্টমার্টিন পরিবহনের বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী লেনে ঢুকে পড়ে। তখন ওই লেনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা আয়ান পরিবহনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম দুই যানবাহনকে ধাক্কা দেয়।

এতে বাসের তিন যাত্রী আহত হন, যাঁদের মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও কাভার্ড ভ্যান তিনটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে আহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাস্থলে গিয়ে কোনো চালক বা সহকারীকে পাওয়া যায়নি বলেও তিনি জানান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, হারবাং এলাকায় অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এর আগে ৩ জুলাই রাতে একই এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ