অশ্রুভেজা শেষ ইনিংসে ছক্কার ঝড় তুললেন রাসেল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১১:৩৯:২১
অশ্রুভেজা শেষ ইনিংসে ছক্কার ঝড় তুললেন রাসেল
ছবিঃ সংগৃহীত

কিংস্টনের সাবিনা পার্কে মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ইনিংসে আন্দ্রে রাসেল ঝড় তুললেও জয় এনে দিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজকে। ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার মাত্র ১৫ বলে ৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি ছক্কা ও দুটি চারের মার।

সাত নম্বরে ব্যাট করতে নামা রাসেল তাঁর ৮৫তম ও শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন কুড়ান। তাঁর সঙ্গে গুডাকেশ মোটি (৯ বলে ১৮ রান) ও ওপেনার ব্র্যান্ডন কিংয়ের ৫১ রানের ইনিংস মিলিয়ে ক্যারিবীয়রা ২০ ওভারে সংগ্রহ করে ১৭২ রান।

তবে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের ছয়টি সহজ ক্যাচ ছাড়ার সুযোগ কাজে লাগিয়ে, অস্ট্রেলিয়া মাত্র ১৬ ওভারেই ২ উইকেটে জয় তুলে নেয়। জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের অপরাজিত ১৩১ রানের জুটি ছিল অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় উইকেটে সর্বোচ্চ। ইংলিস ৭৮ রান ও গ্রিন ৫৬ রান করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পাঁচ ম্যাচের সিরিজে।

ইংলিস খেলেন ৭টি চার ও ৫টি ছক্কার চোখ ধাঁধানো ইনিংস। অন্যদিকে ক্যামেরন গ্রিন দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেন, মারেন ৪টি ছক্কা ও ৩টি চার।

ম্যাচ শেষে আবেগঘন অনুভূতি জানিয়ে রাসেল বলেন, “আমি হার দিয়ে শেষ করতে চাইনি। বলকে বাউন্ডারির বাইরে পাঠানো আমার সবচেয়ে পছন্দের কাজ। ছোটবেলা থেকেই এই মাঠে খেলার স্বপ্ন দেখেছি। যারা আজ মাঠে এসে সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ।”

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের কাছ থেকে গার্ড অব অনার পেয়ে বিদায় নেন রাসেল। একমাত্র টেস্ট খেলা এই তারকা বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। অলরাউন্ডার হিসেবে তাঁর বড় পরিচিতি এসেছে টি-টোয়েন্টিতেই, যেখানে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব দিকেই তিনি ছিলেন দুর্দান্ত।

বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগগুলোতে জনপ্রিয় রাসেল ২০১৪ সাল থেকে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন, যেখানে তাঁর সংগ্রহ ২,৪০০ রানেরও বেশি।

-নাজমুল হাসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ