বলিউড

মন্টিনেগ্রোর সৈকতে সাহিবা বালি, বিকিনি লুকে ভাইরাল তার ফটোসেশন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১২:১২:০৯
মন্টিনেগ্রোর সৈকতে সাহিবা বালি, বিকিনি লুকে ভাইরাল তার ফটোসেশন
ছবিঃ সত্য নিউজ

সামুদ্রিক সৌন্দর্য আর সাহসী ফ্যাশনের এক মোহনীয় মিশেল—এই মুহূর্তে বলিউড অভিনেত্রী সাহিবা বালি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন মন্টিনেগ্রোর সৈকতে তোলা তার চোখধাঁধানো বিকিনি ছবিগুলোর মাধ্যমে। স্টাইল, সৌন্দর্য আর আত্মবিশ্বাসের এক অনবদ্য উপস্থাপনায় সাহিবা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি কিছু ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে মন্টিনেগ্রোর নীল জলরাশি ও পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, আর সামনে সাহিবার ক্যাজুয়াল অথচ গ্ল্যামারাস ফ্যাশন—সব মিলিয়ে এক নজরকাড়া ফটোসেশন। তিনি একটি গোলাপি রঙের বিকিনি পরেছিলেন, যা তার ব্যক্তিত্বে ফুটিয়ে তুলেছে সতেজতা, সাহস ও ফ্যাশন সচেতনতার মিশ্রণ। ছবিগুলোতে ক্যাপশনও ছিল যথেষ্ট সাবলীল এবং আত্মবিশ্বাসী, যা তার ভক্তদের মধ্যে বাড়িয়েছে প্রশংসার মাত্রা।

সাহিবার এই ছুটির মুহূর্তের শেয়ার করা ছবি নিয়ে ইতোমধ্যে তার ভক্তরা ও অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় নানা প্রশংসা বর্ষণ করছেন। তার স্টাইল সেন্স, আত্মপ্রকাশ এবং শরীরচর্চার প্রতি যত্ন, সব কিছুই এই পোস্টগুলোর মাধ্যমে প্রশংসিত হচ্ছে।

বলিউডে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমায় নজরকাড়া অভিনয়ের মাধ্যমে সাহিবার আত্মপ্রকাশ হলেও, এখন তিনি নিজেকে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন স্টাইল আইকন হিসেবেও প্রতিষ্ঠিত করছেন। তার এই ট্র্যাভেল ডায়েরি ও লাইফস্টাইল স্টেটমেন্ট প্রমাণ করছে, তিনি শুধু বড় পর্দায় নয়, ডিজিটাল দুনিয়াতেও নিজের জায়গা দখল করে নিতে পারেন অনায়াসে।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ