‘ভারতপন্থীদের বাদ দিলেই অনেক সমাধান মিলবে’—দাবি ইলিয়াসের

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১২:০৫:১৫
‘ভারতপন্থীদের বাদ দিলেই অনেক সমাধান মিলবে’—দাবি ইলিয়াসের
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শরিক দলগুলোর সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে কথা বলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দলীয় ঐক্য, শৃঙ্খলা ও কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লিখেছেন, তারেক রহমানের বক্তব্যে তিনি কোনো আক্রমণাত্মক কিছু খুঁজে পাননি। একইভাবে এনসিপির নেতাদের—নাহিদ, হাসনাত বা সারজিসদের বক্তব্যেও সবসময় ঐক্যের সুরই পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।

তবে সম্প্রতি বিএনপি ও শরিকদের মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইলিয়াস হোসেন এ ধরনের সম্পর্কের অবনতির জন্য বিএনপির কয়েকজন ‘অতিউৎসাহী নেতা’কে দায়ী করেন, যাদের মধ্যে সালাউদ্দিন, আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারীর নাম উল্লেখ করেন।

জামায়াত-শিবির প্রসঙ্গেও সতর্কতা উচ্চারণ করেন ইলিয়াস হোসেন। তার ভাষায়, কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি কোনো আপত্তিকর বক্তব্য না দিলেও, সামাজিক মাধ্যমে তাদের কিছু কর্মীর উগ্র বক্তব্য বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করছে।

সব দলের উদ্দেশে ইলিয়াস হোসেন বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা করে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য ও আচরণ বন্ধ করতে হবে।”

তিনি আরও মনে করিয়ে দেন, "আমাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং ভারত। তাই দলের ভেতরের আওয়ামীপন্থী বা ভারতপন্থী দালালদের চিহ্নিত করে বাদ দেওয়াই এখন জরুরি।"

সবশেষে তিনি বলেন, “বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু বিভক্তি নয়। দেশের বৃহত্তর স্বার্থেই রাজনৈতিক ঐক্য এখন সময়ের দাবি।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ